কলকাতা: করোনা পরিস্থিতি, দীর্ঘ লকডাউন এসবের সঙ্গে গত কয়েক মাস ধরে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই অভ্যস্ত হয়ে উঠেছে। অভ্যাস হয়ে দাঁড়িয়েছে স্কুলপড়ুয়াদের ক্ষেত্রেও। স্বাভাবিক পঠন-পাঠনের জীবন কার্যত থমকে গিয়েছে। যদিও স্নাতক ও স্নাতকোত্তর ক্লাস কিংবা পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, তা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। আর এবার স্কুল খোলা নিয়ে উত্তরবঙ্গ সফরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কালীপুজোর আগে স্কুল খোলার কোনো সম্ভাবনাই নেই।
তিনি এ বিষয়ে বলেছেন, স্কুল খোলার বিষয়টি কালীপুজোর পর ভাবা হবে। করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। তাই পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়ার ঝুঁকি এখনই আমরা নিতে পারছি না। এই বিষয়টি এখনও আলোচনাসাপেক্ষ। স্কুলে বাচ্চাদের যাওয়ার আগে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দফতর একটি রূপরেখা তৈরি করেছে। তা কার্যকর করা হলেই স্কুল খোলার সিদ্ধান্ত নেব। আপাতত কালীপুজোর আগে এ নিয়ে কিছু ভাবছি না।’
মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছেন স্কুলপড়ুয়াদের অভিভাবকরা। পুজোর আগে বাচ্চাদের ঝুঁকি নিয়ে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে না, এটা ভেবেই খুশি সকলে। তবে শিক্ষাবর্ষের একটা ক্ষতি হচ্ছে এমনটাও আবার অনেকেই দাবি করেছেন। যদিও বিভিন্ন স্কুলে অনলাইন ক্লাস এবং প্রাইভেট কোচিং সেন্টারে অনলাইন কোচিং ক্লাসের সুবিধা করে দেওয়া হয়েছে। তবুও স্কুলে গিয়ে যে নিয়মিত ক্লাস তা আপাতত হচ্ছে না, এমনটা বলাই যায়।