কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল-কংগ্রেসকে শিল্প সম্মেলন করতে দেখা গিয়েছে। এর আগে কোনও সরকার এভাবে শিল্প সম্মেলনের আয়োজন করেনি। প্রতি বছর এই শিল্প সম্মেলনের আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে স্বয়ং উপস্থিত থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার আগামী বিধানসভা নির্বাচনের আগে শিল্প সম্মেলন করতে চায় বিজেপি।
যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত রকম করোনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই শিল্প সম্মেলনের চরিত্র স্থির হবে বলে রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীরা একসঙ্গে সামিল হবেন বলেও বিজেপি সূত্রের খবর। তবে এই সম্মেলন ভার্চুয়ালি হবে না, রিয়েল হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট কিছু জানা যায়নি।
বিধানসভা নির্বাচনের আগে এভাবেই রাজ্যবাসীকে হাতে রাখতে চাইছে গেরুয়া শিবির, এমনটাই মনে করা হচ্ছে। জমি অধিগ্রহণের ব্যাপারে সদা সতর্ক বিজেপি। তাই রাজ্যে নতুন করে শিল্পের ভাবনা ভাবার জন্য জমি অধিগ্রহণ করা হলেও তাতে কৃষকদের জমি থাকবে না, এমনটাই আস্থা দিয়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর না হলে আগামী বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে এই সম্মেলন হতে পারে। একুশের ভোটের আগে বিজেপির এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।