Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kareena kapoor Khan: ২০২২ শুরুর আগেই জেহ’কে নিয়ে সুখবর দিলেন কারিনা কাপুর খান, জানালেন সোশ্যাল মিডিয়ায়

Updated :  Saturday, January 1, 2022 12:04 AM

নতুন বছর শুরুর আগেই ৩১’শে ডিসেম্বর নিজের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী সকলের উদ্দেশ্যে সুখবর জানিয়েছেন। পাপারাজিৎদের দৌলতে জেহ আলি খানের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। তবে খান পরিবারের কেউই নিজে থেকে জেহর ছবি প্রকাশ্যে আনেননি। সম্ভবত জেহ আলি খান আরেকটু বড় হলে, তবেই তাকে লাইমলাইটে নিয়ে আসবেন সাইফ-কারিনা। কারণ তৈমুর আলী খানকে নিয়ে একসময় কম আলোচনা হয়নি। তাই ছোট ছেলের ক্ষেত্রে একটু গোপনীয়তা বজায় রেখেছেন মা কারিনা।

২০২১’এর দ্বিতীয়বারের জন্য মা হওয়ার স্বাদ পেয়েছেন বলিউডের বেবো কারিনা কাপুর খান। আর নতুন বছর শুরুর আগেই তার ছবি পোস্ট করে কি সুখবর দিলেন অভিনেত্রী? দেখে খুশি অনুরাগীরাও। আসলে ছোট ছেলে হিসেবে জেহ এখন প্রায়ই মা কারিনার কাছাকাছি থাকেন। তবে সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবিতে জেহ আলি খানের প্রথম দাঁত ওঠার ঝালক মিলেছে। খুব স্বাভাবিকভাবেই বর্তমানে ছোট ছেলেকে নিয়ে বেশ উচ্ছ্বসিত থাকেন অভিনেত্রী। তার একটাই কারণ তিনি খুবই ছোট।

বছর শুরুর আগেই জেহর দাঁত উঠেছে। আর এই বিষয়টায় ভীষণভাবে উচ্ছ্বসিত অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশন লিখেছেন, “ওর দুটো দাঁত….. সেরা পাওয়া ২০২১’এর”। পাশাপাশি সকলকে আগাম নতুন বছরের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন অভিনেত্রী। ৩১’শে ডিসেম্বর অভিনেত্রী এই ছবি শেয়ার করে নিয়েছেন সকল নেটনাগরিকদের সাথে এবং নিজের অগণিত অনুরাগীদের সাথেও। অভিনেত্রীর পাশাপাশি এই খবর পেয়ে খুশি তার ভক্তরাও। অভিনেত্রী শেয়ার করা এই ছবি দেখে খুশি হয়েছেন তারাও। বলাই বাহুল্য জেহর এই ছবি এখন ভাইরাল।

সম্প্রতি অভিনেত্রী জেহর যে ছবিটি শেয়ার করেছেন যেখানে তাকে একটি ক্রিম রঙের বেবি স্যুট পড়ে থাকতে দেখা গিয়েছে। নিজের মনেই খেলছিলেন তিনি। আর তখনই এই ছবি তোলা হয়েছে তা স্পষ্ট। এই ছবিতে তার চোখ দুটো ঢাকা পড়ে গিয়েছে তার খেলার চোটে। অবশ্য অভিনেত্রী ইচ্ছা করে এই ছবি শেয়ার করেছেন সকলের সাথে। এর আগে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেছিলেন সেখানে দেখা গিয়েছিল দেওয়াল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল সে। তবে ন্যানির কোলে এখন মাঝে মাঝেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে ধরা দেয় সে। তবে সাইফ আলি খান কিংবা কারিনা কাপুর খান কেউই এই মুহূর্তে নিজে থেকে জেহকে একেবারে লাইমলাইটে আনতে রাজি নন।