Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ritabhari Chakraborty: নতুন বছর শুরুর আগেই ফাঁড়া! দিদি চিত্রাঙ্গদার পর মা শতরূপাও করোনা পজিটিভ

Updated :  Friday, December 31, 2021 11:57 PM

বছর শেষে ফের করোনা জাঁকিয়ে বসেছে টলিউডে। এবার করোনা হানা চক্রবর্তী পরিবারে। কোভিড আক্রান্ত হলেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা আর শতরুপা স্যানাল। এই মারণ ভাইরাসের কবলে প্রথমে আক্রান্ত হন অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। বড় মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন শতরূপা স‍্যান‍্যাল। সেই সঙ্গে জানিয়েছেন আরো এক দুঃসংবাদ। নতুন বছরের শুরুতেই মনের মানুষের সাথে সাত পাকে বাঁধার কথা ছিল চিত্রাঙ্গদার।

ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে বাগদান। কিন্তু ফের করোনার কারণে পেছানো হচ্ছে বিয়ের প্রস্তুতি। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে পরিচালক শতরুপা দেবী লিখেছেন, ‘নতুন বছরের শুরুতেই আমার ঘরে উৎসব হওয়ার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সাথে। সব আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতিও সারা। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমন আমার ঘরেও ঢুকলো। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ। নতুন বর কনেই জানায় যে তারা বিয়ে স্থগিত রাখতে চায়। বিয়েবাড়িতে স্বাভাবিক ভাবেই প্রচুর লোক আসবে। সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে। তাই বিয়ে আপাতত স্থগিত থাকছে। চিত্রাঙ্গদা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরেই নতুন করে বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে। ইতিমধ‍্যেই চিত্রাঙ্গদা সকলকে সতর্ক করেছেন যারা গত কদিনে তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।’

রাতের দিকে ঋতাভরী একটি ভিডিয়ো বার্তায় জানান, ‘আর কিছুক্ষণের মধ্যেই আমরা ২০২২ সালে পা রাখব। কিন্তু একটা খারাপ খবর হল দিদির পর মা-ও করোনা পজিটিভ। আমার করোনা রিপোর্ট নেগেটিভ। তবে, ভালো ব্যাপার হল দু’জনেরই সংক্রমণ সামান্য। আমার পরিবারের কাছে এটা খুব কঠিন সময়।’ পাশাপাশি সকলকে করোনা পরিস্থিতি নিয়ে সজাগ থাকার এবং সাবধান থাকার বার্তা দিয়েছেন।