Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একশ্রেণীর অফিসারদের ‘ছাঁটাই’ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কারা পড়লেন মমতার রোষে?

Updated :  Sunday, June 23, 2024 8:56 AM

কড়া মেজাজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, কোনো রকমের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রসাশনিক কর্তাদের সতর্ক করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সম্প্রতি একটি জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যের বিভিন্ন জেলার আমলা, মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই মমতাকে দেখা গিয়েছে কড়া মেজাজে। ঠিক কী হয়েছে নবান্নে আয়োজিত এই বৈঠকে?

একশ্রেণীর অফিসারদের ‘ছাঁটাই’ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কারা পড়লেন মমতার রোষে?
লোকসভা নির্বাচনে নিজ রাজ্যে খুব ভাল ফল করেছিল তৃণমূল। দুর্নীতি ইস্যু থাকলেও সেগুলো শেষ পর্যন্ত তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারেনি। সেটা নির্বাচনের ফলাফল থেকেই স্পষ্ট। লোকসভা নির্বাচনে তৃণমূল ভাল ফলাফল করলেও হাত পা গুটিয়ে বসে থাকতে নারাজ নেত্রী। বরং দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথাই বৈঠকে বারবার বলেছেন মমতা ব্যানার্জী। নবান্ন থেকে কী বলেছেন তিনি?
পূর্ত দপ্তরের একশ্রেণীর অফিসারদের প্রসঙ্গে মমতা বলেছেন, “ওদের তো কোন দায়িত্ব নেই। শুধু টাকা খাওয়া কাজ।”

মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে এক প্রকার মেজাজ হারিয়েছিলেন মমতা। কিছু ক্ষেত্রে কাজের খতিয়ান দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেও খবর। কিছু সরকারী আমলাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “আমি কেন বদনাম নেব? কতবার করে জেলা শাসকদের বলেছি জমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার ডিএমদের বলার পরেও বন্ধ করতে পারেনি। এর দায় কার?”