Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলায় জারি ইয়েলো অ্যালার্ট! ঘূর্ণাবর্তের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রয়েছে দুর্যোগের সম্ভাবনা

Updated :  Tuesday, March 14, 2023 11:35 AM

গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার কলকাতা সহ সংলগ্ন এলাকায়। পাশাপাশি তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া গিয়েছে চলতি মাসের শুরু থেকেই। এরমাঝেই রাজ্যে বড় দুর্যোগের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালনের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ অসম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। এরফলে ১৪ মার্চ পর্যন্ত হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতে বজ্রপাত,বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বলা যেতে পারে আগামী ২৪ ঘন্টায় বড় হাওয়া বদল হতে পারে বাংলার।

হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি। সঙ্গে হতে পারে বজ্রপাত। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টি হতে পারে৷ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে৷ বুধবার অর্থাৎ আগামিকাল থেকে আগামী সোমবার পর্যন্ত এই অ্যালার্ট জারি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের মতে মোট ১২ টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে আইএমডি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকে শিলাবৃষ্টির সম্ভাবনা। এই তিন জেলার কিছু অংশে বুধবার থেকে হাওয়া বদল হবে। বৃষ্টি বাড়বে ১৫ মার্চ থেকে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।