Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বকেয়া ডিএ নিয়ে সুখবর আসছে? অগাস্টেই মিলতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

Updated :  Tuesday, July 29, 2025 10:17 AM
Bengal Govt Considers Alternative Plan

সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না রাজ্য সরকারি কর্মীরা। আশা করা হচ্ছে, বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) অবশেষে ঢুকতে চলেছে তাঁদের অ্যাকাউন্টে। চলতি বছরের ১৬ মে, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অতিরিক্ত ২৫% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়। সেই দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনে নতুন উদ্দীপনা এসেছে। অনেকেই মনে করছেন, এবারের দুর্গাপুজোর আগেই হয়তো মিলবে বকেয়া টাকার একটা বড় অংশ।

বকেয়া ডিএ মামলায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মনে করছেন, “এই মামলায় রাজ্য সরকার বিশেষ সুবিধা করতে পারবে না। আরও ২৫% বকেয়া ডিএ মেটাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে।”

ডিএ মামলার পটভূমি ও সাম্প্রতিক পরিস্থিতি

২০১৬ সাল থেকে শুরু হওয়া এই মামলার মূল বিষয় ছিল পঞ্চম বেতন কমিশনের প্রস্তাব মেনে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান। কর্মচারীদের মতে, বারবার অনুরোধ করা হলেও রাজ্য সরকার ‘টাকা নেই’ বলে দায় এড়িয়েছে। অথচ নানা উৎসব-অনুষ্ঠান, মেলা ও খেলা নিয়ে সরকারের খরচে কার্পণ্য নেই বলেই অভিযোগ উঠেছে। মলয় মুখোপাধ্যায়ের সাফ মন্তব্য, “সরকার অন্যত্র দান-খয়রাতি করতে পারলে, কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা মেটাতেও বাধ্য।”

আগামী ৪ অগাস্ট গুরুত্বপূর্ণ দিন

ডিএ মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে ৪ অগাস্ট। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মতে, এই দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনগুলির প্রস্তুতি তুঙ্গে। দাবি জানানো হবে যে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে। আদালতে আদালত অবমাননার প্রসঙ্গও তুলতে প্রস্তুত সংগঠনগুলি।

সুপ্রিম কোর্টে কর্মচারীদের আশা

আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আরও কঠোর নির্দেশ দিতে পারে বলেই আশাবাদী কনফেডারেশন। সম্ভব হলে সেপ্টেম্বরের মধ্যেই বকেয়া ডিএয়ের একটি বড় অংশ কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলেও জানানো হয়েছে।

প্রশ্নোত্তরে জেনে নিন মূল বিষয়গুলি:

১. কী নিয়ে চলছে এই বকেয়া ডিএ মামলা?
২০১৬ সালের পর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য ও কর্মচারী সংগঠনের মধ্যে মামলা চলছে।

২. সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ কী ছিল?
২০২৪ সালের ১৬ মে আদালত রাজ্যকে আরও ২৫% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়।

৩. কবে মামলার পরবর্তী শুনানি?
আগামী ৪ অগাস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে।

৪. কতদিন ধরে আন্দোলনে আছে কর্মচারীরা?
প্রায় ৮ বছর ধরে, অর্থাৎ ২০১৬ সাল থেকে, রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করে চলেছেন।

৫. পুজোর আগে কি টাকা মিলবে?
কনফেডারেশনের মতে, সুপ্রিম কোর্ট যদি কড়া নির্দেশ দেয়, তাহলে পুজোর আগেই বকেয়া ডিএয়ের টাকা অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে।