Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখোমুখি মমতা-জগদীপ, কফির আড্ডায় আমন্ত্রণ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড় তাঁর পছন্দের জায়গায় এক কাপ কফি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চান। গত বছরের জুলাইয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে নিযুক্ত হওয়ার পর বিভিন্ন ব্যস্ততা…

Avatar

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড় তাঁর পছন্দের জায়গায় এক কাপ কফি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চান। গত বছরের জুলাইয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে নিযুক্ত হওয়ার পর বিভিন্ন ব্যস্ততা কাটিয়ে রাজ্যপাল জগদীপ ধঙ্কড় ট্যুইটের মাধ্যমে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে জগদীপ ধঙ্কড় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় পরিচালনাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বাকযুদ্ধের একাধিক ঘটনা ঘটেছে। তবে সেই সব বৈরিতা ভুলে বৃহস্পতিবার মধ্য কলকাতার প্রেসিডেন্সি কলেজের সামনের আইকনিক ইন্ডিয়ান কফি হাউসে কিছুটা সময় কাটানোর একদিন পর শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এই ট‍্যুইটটি করেন রাজ্যপাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এপ্রিলের শুরুতেই জনগণনা শুরু

কলকাতার বিখ্যাত কফি হাউসে স্মরণীয় মুহুর্তগুলি দারুণভাবে উষ্ণতার স্পর্শ নিয়ে আসে জানিয়ে রাজ্যপাল বলেন, ‘ইন্ডিয়ান কফি হাউসের কফি নিয়ে তাঁর পছন্দের যে কোনও জায়গায় আমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি বৈঠক হোক।’ এরপরই তিনি যোগ করেন, আমাদের অবশ্যই সর্বদা পশ্চিমবঙ্গের কল্যাণকে প্রাধান্য দিতে হবে। তবে মুখ্যমন্ত্রী এখনও রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দেননি।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইন্ডিয়ান কফি হাউস দীর্ঘদিন ধরে কবি, শিল্পী এবং সাহিত্যের লোকদের সহ একটি বিখ্যাত সভার স্থান হয়ে উঠেছে। রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বহু মানুষের অবসর কাটানোর স্থানও এই কফি হাউস।

আরও পড়ুন : কেন্দ্রের নয়া আইন রুখতে ছাত্রসমাজকে হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ক্যাফের দ্বিতীয় তলায় রক্তদান শিবিরের আয়োজকদের আমন্ত্রণে কফি হাউসে উপস্থিত ছিলেন রাজ্যপাল। কফি হাউসের প্রথম তলে এদিন সস্ত্রীক কফি পান করেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। উপস্থিত ব্যক্তিদের শুভেচ্ছাও জানান তিনি।

About Author