Viral: কলকাতার জলমগ্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটা আস্ত গোসাপ, আতঙ্কে সাধারণ মানুষ
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বর্তমানে এই ভিডিওটি বেশ ভাইরাল
যশ সাইক্লোন চলে যাওয়ার পর ভারী বর্ষণের ফলে কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন এলাকা বর্তমানে জলমগ্ন। বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হয়ে গেলে মাঝেমধ্যেই সেখানে জলঢোঁড়া জাতীয় সাপ দেখে থাকতে কলকাতার মানুষ অভ্যস্ত। কিন্তু কোনদিন কি ভাবতে পেরেছেন, ২দিনের ভারী বৃষ্টিতেই কলকাতার রাস্তায় ভেসে ভেসে চলে আসবে আস্ত একটা গোসাপ!
সম্প্রতি এমনই একটি ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে কলকাতার দমদম এলাকায়। ভারতীয় ফরেস্ট সার্ভিসের একজন অফিসারের শেয়ার করা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি জলমগ্ন রাস্তায় বৃষ্টিতে একেবারে নাস্তানাবুদ হয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্যভাবে ঘুরে বেড়াচ্ছে একটি গোসাপ। টুইটারে আইএফএস অফিসার প্রবীণ অঙ্গুস্বামি ভিডিওটি শেয়ার করে সেখানকার বাসিন্দাদের অনুরোধ করেছেন যেন ওই গোসাপটির কোনভাবে ক্ষতি না করা হয়।
This Water or Bengal monitor lizard was spotted in Dum Dum, Kolkata after heavy rains from #CycloneYaas . If you see any wildlife, please inform the forest dept or district admin immediately. Do not try to catch it or try to kill the animal. A safe distance is always advisable 👍 pic.twitter.com/rnxvZud9pz
— Praveen Angusamy IFS 🐾 (@JungleWalaIFS) May 26, 2021
ভিডিওটি শেয়ার করে প্রবীণ ক্যাপশন দিয়েছেন, “বৃষ্টিতে জলমগ্ন কলকাতার দমদম এলাকায় দেখা গেল একটি বৃহৎ আকৃতির ভারতীয় গোসাপ, #cycloneyaas। আপনারা যদি কোন বন্যপ্রাণীকে সামনাসামনি দেখতে পান তাহলে তৎক্ষণাৎ বনদপ্তরে খবর দেবেন অথবা আপনার জেলার প্রধানকে খবর দেবেন। এই ধরনের জিনিস কখনো নিজের হাতে ধরতে যাবেন না, এরা আপনাকে আক্রমণ করতে পারে। এইধরনের জিনিসের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন।”
Lizard is like …yeh kaha aa gye hum..yuhi saath saath chalte…😐
— iZgém (@temperamental24) May 26, 2021
শুধুমাত্র প্রবীণ একা নন, টুইটার ব্যবহারকারী অগ্নিভ নিয়োগী এই একই ভিডিও শেয়ার করেছেন তার টুইটার একাউন্টে। ভিডিওটি বর্তমানে টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে এই ভিডিও নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। গোসাপ আকারে বড় হলেও এর কিন্তু কোন বিষ নেই, পাশাপাশি এই জিনিসটা কিন্তু কোনোরকম সাপ না, বরং এটা একটি বড় সরীসৃপ (টিকটিকি বা গিরগিটি জাতীয়)।
They never harm people unless provoked. In fact having one in rural areas is good because it eats snakes. I've come across a huge one at arm's length while visiting the ruins of my maternal ancestral home in Munshiganj near Dhaka. Neither of us was afraid of the other. 🙂
— Abhijit (@abhijitc14) May 26, 2021
কিন্তু তবুও এই জিনিসটির থেকে আমাদের একটু দূরত্ব বজায় রাখা উচিত কারণ, এই সরীসৃপের নখ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো। বিষাক্ত না হলেও এই নখের মাধ্যমে আপনাকে ভালরকম যখম করতে পারে এটি। যদিও এই ভিডিওর সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা হয়নি। বনদপ্তরের একজন আধিকারিক দমদম এবং বাঙ্গুর এলাকা পর্যবেক্ষণ করে জানিয়েছেন এরকম কোন গোসাপ খুঁজে পাওয়া যায়নি। তার মতে এই ভিডিওটি পুরনো ভিডিও হতে পারে।