Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কৃষক আন্দোলনের সমর্থনে রাজ্যের জেলায় জেলায় ট্রাক্টর মিছিল বাম কৃষক সংগঠনের

Updated :  Tuesday, January 26, 2021 5:23 PM

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন হয়ে গেল কৃষক আন্দোলন। আর সেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যে প্রতিবাদে সামিল হয়েছে বাংলার কৃষকেরা জেলায় জেলায় ট্রাক্টর মিছিল করেছে বাম কৃষক সংগঠনগুলির। শেষ পাওয়া খবরে অনুযায়ী, বাঁকুড়া তালডাংরা ব্লকের হাড়মাসড়া থেকে পাঁচমুড়া পর্যন্ত কয়েকশ ট্রাক্টর এবং বাইক নিয়ে মিছিল করেছিল এদিন বামপন্থী কৃষক সংগঠন। সারা ভারত কৃষক সভা এই মিছিলের আয়োজনে ছিল। কেন্দ্রের কৃষি আইন কে বাতিল করার দাবিতে সোচ্চার হয় বাংলার কৃষকেরা।

পাশাপাশি আন্দোলনকারীরা অভিযোগ করেছিলেন, এরাজ্যে ধানের ক্ষেত্রে সহায়ক মূল্য অত্যন্ত বেনিয়ম দেখা গিয়েছে। পরিকাঠামোর অভাব এবং এলাকায় কৃষকরা ধানের সহায়ক মূল্য পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে কৃষকদের নির্ভর করতে হচ্ছে স্থানীয় দালালদের উপরে। এই দালাল এবং ফড়ে রা কৃষকদের ক্ষতিসাধন করতে ব্যস্ত। ফলে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের দাবি, অবিলম্বে সর্বত্র সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ করে দেওয়া হোক।

শুধু বাঁকুড়া না, হুগলির পোলবা সুগন্ধা থেকে চুঁচুড়ার খাদিনা মোড় এবং ব্যান্ডেল রাজহাট পর্যন্ত একটি মিছিল করা হয়। ১২ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে অংশ নেন কৃষক সংগঠনের অনেকে। সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে জাতীয় পতাকা নিয়ে ট্রাক্টর মিছিল করা হয়। এদিন দেখা যায় লাল ঝাণ্ডার বড় মিছিল। পোলবার ট্রাক্টর মিছিলে ৩০০ ট্রাক্টর অংশগ্রহণ করেছিল। এছাড়াও জলপাইগুড়িতে ট্রাক্টর এবং লাঙ্গল নিয়ে রাস্তায় নেমেছিলেন অগুন্তি কৃষক এবং শ্রমিক। কৃষি আইন বাতিলের সাথে সাথেই নতুন বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে মিছিল করলেন আন্দোলনকারীরা। এই মিছিলের পুরোধা ছিলেন সিটু নেতা জিয়াউল আলম (Jiaul Alam)।

অন্যদিকে পুরুলিয়াতে বামপন্থী কৃষক সংগঠনগুলির ডাকে ট্রাক্টর মিছিল দেখা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদী কৃষকেরা পুরুলিয়া শহরে এসে জড়ো হন। ট্রাক্টর মিছিলে ২০ মিটারের বেশি পথ পরিক্রমা করা হয় এবং এটি শহরের হাটের মোড়ে শেষ হয়। একই ছবি দেখা গিয়েছিল নদীয়ার শান্তিপুরে। সেখানে শতাধিক ট্রাক্টর নিয়ে মিছিলে শামিল হয়েছিলেন সেখানকার কৃষকেরা।