গত বেশ কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে নাজেহাল গোটা দেশ। গরম থেকে নিস্তার পেতে বৃষ্টির আশায় এখন অধিকাংশ মানুষ। শুক্রবার পর্যন্ত এই অস্বস্তিকর গরম বজায় থাকলেও শনিবার থেকে হাওয়া বদলের পূর্বভাস রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা:
শুক্র থেকে রবিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার, ঈদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হলেও, বাকি জেলাগুলিতে সোম-মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন জেলা ও গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। কলকাতায় রবি থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শহর জুড়ে তাপপ্রবাহ এখনই কমছে না।
উত্তরবঙ্গ:
দার্জিলিং ও কালিম্পং জুড়ে বৃষ্টি চলছে। এখন এটি বজায় থাকবে বলেই জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিংপংয়ে। বৃষ্টিপাতের পর উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাসও রয়েছে। পাহাড়ি এলাকা বাদে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর গরমের পরিবেশ বজায় থাকবে বলেই জানিয়েছে, আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা:
বৃহস্পতিবার সকালেই শহরের তাপমাত্রা ছিল ২৯.১° সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথেই এই তাপমাত্রা যে আরো বাড়তে চলেছে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলার দিক কিংবা শনিবার থেকে হাওয়া বদল হতে পারে। বাতাসে ২৫ থেকে ৮৯ শতাংশ জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। শনিবার শহর কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবি থেকে মঙ্গলবারের মধ্যে সেই সম্ভাবনা বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।