Serial TRP: আবারও মিঠাইকে টেক্কা গাঁটছড়ার, চমক দিল ধূলোকণা, রইল তালিকা
বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে এরপরেও ঋদ্ধি ও খড়ি জুটিকে টেক্কা দিয়েছিল ‘মিঠাই’। চলতি সপ্তাহে আবারো তুফানমেলকে টেক্কা গাঁটছড়ার।
উল্লেখ্য, চলতি সপ্তাহে মিঠাই রানীকে টেক্কা দিয়েছে স্টার জলসার ‘ধূলোকণা’ও। ‘মিঠাই’কে তৃতীয় স্থানে রেখে দ্বিতীয় স্থান দখল করেছে ‘ধূলোকণা’। পিছিয়ে নেই ‘আলতা ফড়িং’ও। ‘মিঠাই’এর পাশাপাশি তৃতীয় স্থানে ‘আলতা ফড়িং’, জোর টক্কর দিয়েছে জি বাংলার তুফান মেলকে। চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন একাধিক ধারাবাহিক অনুরাগীরা। বলাই বাহুল্য, এই সপ্তাহে সবটা ওলট-পালট হয়ে গিয়েছে। নিম্নে রইল এই সপ্তাহের টিআরপি তালিকা।
টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-
১) গাঁটছড়া- ৭.৭
২) ধূলোকণা- ৭.৫
৩) মিঠাই- ৭.২, আলতা ফড়িং- ৭.২
৪) অনুরাগের ছোঁয়া- ৭.১, গৌরী এলো- ৭.১
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪, উমা- ৬.৪
৬) পিলু- ৬.১
৭) আয় তবে সহচরী- ৬.০
৮) মন ফাগুন- ৫.৯
৯) এই পথ যদি না শেষ হয়- ৫.২
১০) খুকুমণি হোম ডেলিভারি- ৪.৮
চলতি সপ্তাহের তালিকা থেকে এটুকু স্পষ্ট, এই সপ্তাহে কোন ধারাবাহিক নিজের স্থান ছাড়তে নারাজ। বলাই বাহুল্য, টিআরপি তালিকায় টিকে থাকার জন্য রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। তবে এই সপ্তাহে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ও জি বাংলার ‘গৌরী এলো’ রয়েছে চতুর্থ স্থানে। এই সপ্তাহের টিআরপি তালিকায় তাদের রেটিং যে আগের থেকে অনেকটাই বেশি, তা নিয়ে কোন সন্দেহই নেই। জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘উমা’ ও ‘পিলু’র রেটিংও আগের তুলনায় অনেকটাই ভালো। আপাতত, আসন্ন সপ্তাহের টিআরপি তালিকার অপেক্ষায় অগণিত ধারাবাহিক অনুরাগীরা।