মিঠাই এর বাড়িতে চলছে ভালোবাসার মিষ্টি খাওয়ার পর্ব। কিন্তু, তার উচ্ছে বাবু একটু অভিমান করে ফেলেছে মিঠাই এর কথায়। জমজমাট পরিবারের মিষ্টি মিষ্টি গল্প এই সপ্তাহেও হিট। চলুন দেখে নিই এই সপ্তাহে দর্শকরা কাকে কত নম্বর দিল।
১.মিঠাই – ৮.৩
২.অপরাজিতা অপু – ৭.৮
৩.খড়কুটো – ৭.৫
৪.শ্রীময়ী – ৬.৫
৫.মহাপীঠ তারাপীঠ – ৬.৪
৬.গঙ্গারাম – ৬.০
৭.কৃষ্ণকলি – ৫.৭
৮.যমুনা ঢাকি – ৫.৬
৯.দেশের মাটি ও বরণ – ৫.৩
১০.রানী রাসমণি – ৫.১
সন্ধ্যে মানেই এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট। দর্শকদের মনোরঞ্জনের জন্য বিকেল থেকেই শুরু হয়ে যায় একের পর এক ধারাবাহিকের গল্প। প্রতিদিন চলে গল্পের যুদ্ধ, কে কত হিট এপিসোড উপহার দিতে পারে। চলুন এবার দেখি ১১ নম্বরে কে আছে।
১১.গ্রামের রাণী বীণাপাণি – ৫.০
১২.খেলাঘর, ফেলনা ও জীবন সাথী – ৪.৩
১৩.রিমলি – ৪.২
১৪.কড়ি খেলা – ৪.০
১৫.মোহর – ৩.২
১৬.জয় হনুমান – ৩.০
১৭.রাধাকৃষ্ণ ও তিতলি – ২.৯
১৮.ওগো নিরুপমা – ২.৫
১৯.কি করে বলবো তোমায় – ১.৮
২০.ধ্রুবতারা ও মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৬
২১.সাঁঝের বাতি – ১.৫
শনি ও রবি মানেই ড্যান্স রিয়্যালিটি শো শুরু। এছাড়াও প্রতিদিন দিদি নং ওয়ান, রান্নাঘর তো রয়েছেই।
রিয়্যালিটি শো
১.ড্যান্স বাংলা ড্যান্স – ৬.৫
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৩.৬
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.০
৪.রান্নাঘর – ১.৩














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside