বাংলা সিরিয়ালবিনোদন

ফের বাংলা সিরিয়ালে সেরা ‘মিঠাই’, টিআরপি তালিকায় প্রথমবার দশে ‘বরণ’

Advertisement

সিরিয়াল। সারাদিনের খাটা খাটুনির পর একটু বোকাবাক্সের সামনে এসে হাতে রিমোর্ট চালিয়ে বসে কোন ধারাবাহিক দেখবেই দেখবে। এই সিরিয়াল দেখে নিজেদের স্ট্রেস থেকে বাইরে আসার এক মধ্যম উপায়। এই সিরিয়াল বাঙালি দর্শকদের জীবনে এখন ওতোপ্রোতো ভাবে জাড়িত। প্রতিদিন আকাশে সূর্য অস্ত যেতে না যেতেই বাঙালি দর্শক হাতে চায়ের কাপ আর হাতে স্ন্যাক্স নিয়ে বসে পড়েন রিমোর্ট নিয়ে নিজেদের পছন্দের সিরিয়াল নিয়ে।

কেউ বলে ‘রানী রাসমনি’ দেখবে তো কেউ বলে ‘দেশের মাটি’ দেখবে। আসল কারণ হল পর্দায় ধারাবাহিক দেখার নেশা। এই সময় মানুষ অন্য সব বিনোদন ভুলে নিজেদের পছন্দের সিরিয়াল দেখবে। এবার আসা যাক অন্যদিকে। বাংলা ধারাবাহিক মানেই দুই চ্যানেলের মধ্যে জোড়কদমে লড়াই। এই টক্কর স্টার জলসা আর জি বাংলা চ্যানেলের। এই রেষারেষি আজ বা কালকের নয়, ১১বছর ধরে চলে আসছে। কোন চ্যানেল কাকে কতটা টেক্কা দিতে পারলো তা টিআরপির দিক দিয়ে বোঝা যায়। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন।

এ সপ্তাহতে টিআরপি তালিকায় একাধিক স্থান দখল করে জি‌ বাংলার ধারাবাহিকগুলি। এখন কিছুদিন ধর স্টার জলসার ধারাবাহিক গুলি কিছুটা হলে পিছিয়ে গিয়েছে। আর তার ঝলকই দেখা যাচ্ছে এসপ্তাহের টিআরপি তালিকায়। লাগাতার কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল খড়কুটো প্রথম স্থানে থেকে আসলেও জি বাংলায় মিঠাই শুরু হওয়ার পর খুব স্বল্প সময়েই সকলের প্রিয় হয়ে এই লিস্টে প্রথম স্থান দখল করে নেয়। মাত্র কিছুদিন হল শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক। আর শুরু থেকেই মন জয় করে নিয়েছে সবার। মিঠাই আর তাঁর উচ্ছে বাবুর টক ঝাল মিষ্টি প্রেম খুব তাড়াতাড়িই শীর্ষে তুলেছে টিআরপি।

এ সপ্তাহে সেরা দশে কোন কোন ধারাবাহিক টিআরপিতে জায়গা করলো দেখে নিন

১.মিঠাই-৯.৪
২. কৃষ্ণকলি,অপরাজিতা অপু-৮.৬
৩. রানী রাসমনি, খড়কুটো, যমুনা ঢাকি-৭.৪
৪. শ্রীময়ী-৭.২
৫. মহাপীঠ-তারাপীঠ-৬.৮
৬. দেশের মাটি, গঙ্গারাম-৬.৭
৭. খেলাঘর-৫.৯
৮. জীবনসাথী-৫.৩
৯.বরণ,গ্রামের রানী বীনাপানি-৫.০
১০.ফেলনা, কড়ি খেলা-৪.৩

১১. রিমলি-৩.৯
১২. এই পথ যদি শেষ না হয় -৩.৮
১৩. তিতলি-৩.৪
১৪. মোহর -৩.২
১৫. ওগো নিরুপমা, কি করে বলবো তোমায়-২.৮
১৬.ধ্রুবতারা-২.৩
১৭.সাঁঝের বাতি-১.৯
১৮.মঙ্গলময়ী সন্তোষী মা-১.৫

অন্যদিকে রিয়ালিটি শোতে প্রথম স্থান দখল করেছে ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ২। আর রচনা ব্যানার্জির সঞ্চালনায় সকলের প্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে তৃতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে বাঙালির প্রিয় কুকিং শো সুদীপার রান্নাঘর।তিন জনপ্রিয় রিয়ালিটি শোয়ের রেটিং যথাক্রমে ৪.৭, ৩.৪, ১.৬।

Related Articles

Back to top button