ফের বেঙ্গালুরুতে সম্পূর্ণ লক ডাউন জারি করল ইয়েদুরাপ্পা সরকার। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ক্রমেই উদ্বিগ্ন ছিল প্রশাসন। এর জেরে আগামী ১৪ই জুলাই সন্ধ্যা ৮টা থেকে ২৩শে জুলাই ভোর পাঁচটা পর্যন্ত লক ডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হল। দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। থামার কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। যার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্য নতুন করে লক ডাউনের পথে হাঁটছে। এবার সেই একই পথে হাঁটল ইয়েদুরাপ্পা সরকার
আগামী ১৪ই জুলাই সন্ধ্যা ৮টা থেকে কঠোর লক ডাউনের কথা টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। বেঙ্গালুরুর মানুষকে এই লক ডাউন কঠোর ভাবে মেনে চলতে অনুরোধ করেছেন তিনি। যদিও লক ডাউন জারি থাকলে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি খোলা থাকবে। অর্থাৎ দুধ, ওষুধ, সবজি ও মুদির দোকান খোলা থাকবে। যদিও এই লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে।
লক ডাউন সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানান হয়েছে। এদিকে বেঙ্গালুরুতে করোনায় ১৬,৮৬২ জন। কর্ণাটকে করোনায় মৃত্যু হয়েছে ৬১৩ জনের। রাজ্যে মোট আক্রান্ত ৩৬,২১৬ জন।