Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Business Idea: শীতের সেরা ব্যবসা, ৪ থেকে ৫ ঘণ্টা কাজ করে আয় করুন লাখ লাখ টাকা, জানুন বিস্তারিত

Updated :  Wednesday, January 24, 2024 11:32 AM

আজকালকার দিনে যতই যোগ্যতা থাকুক না কেন চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে যাচ্ছে। তাই কম বয়সী যুবক-যুবতীরা আজকাল বিভিন্ন ব্যবসা বা স্টার্টআপ করার চিন্তা ভাবনা করছেন। তবে যেকোনো ব্যবসা শুরু করার আগে ভাবা উচিত যে কি ধরনের ব্যবসা করলে কম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা যায়। অনেকে ব্যবসা শুরু করার চিন্তাভাবনা রাখলেও আইডিয়া পান না কি বিষয়ে ব্যবসা শুরু করবেন। তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন।

এই শীতের মরশুমে একটি হিট ব্যবসার আইডিয়া আনা হয়েছে আপনাদের জন্য। শীতকালে সুপের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ঠান্ডা থেকে বাঁচতে এবং শরীরকে গরম রাখতে সুপের জুড়ি নেই। তাই এই সময় সুপের ব্যবসা বেশ লাভজনক হতে পারে। এই ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। ১০ থেকে ২০ হাজার টাকা দিয়েই একটি ছোট্ট সুপের দোকান বা রেস্তোরাঁ খোলা যায়। দোকানে বিভিন্ন ধরনের সুপ রাখা যেতে পারে, যেমন ভেজিটেবল সুপ, চিকেন সুপ, মাটন সুপ, গরুর মাংসের সুপ, মাছ দিয়ে তৈরি সুপ ইত্যাদি।

একটি বড় বাটি সুপের দাম রাখা যেতে পারে ৪০ থেকে ৫০ টাকা। প্রতিদিন ১০০টি বাটি সুপ বিক্রি করলে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করা সম্ভব। আপনি যদি প্রতিদিন ৪ হাজার টাকা আয় করেন, তাহলে মাসিক আয় ১.২৫ লাখ টাকা পর্যন্ত যাবে। এমন পরিস্থিতিতে আপনি মাত্র শীতের এই ৪ মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করতে পারেন। এই ব্যবসার সুবিধা হল, এই ব্যবসায় সারাদিন কাজ করার প্রয়োজন হয় না। শুধুমাত্র সন্ধ্যার সময় ৪ থেকে ৫ ঘণ্টা কাজ করলেই হবে। তাই চাকরিজীবীরাও এই ব্যবসাকে পার্টটাইম হিসেবে করতে পারেন।