Bhabhi Ka Dance: প্রকাশ্যে রাস্তায় মাঝবয়সী বৌদির তুমুল নাচ, দেখে অবাক পথচারীরাও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সোনিয়া রেহেজা নামের এক মাঝবয়সী মহিলা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছেন নেটজনতার একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার নয়। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

হিন্দি গানে ফাটিয়ে নাচ ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকার, শাড়ি ছেড়ে এই পোশাকে বোল্ড অভিনেত্রী

 

View this post on Instagram

 

A post shared by Sonia Raheja (@i_am_soniaraheja)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে সোনিয়া রেহেজা নামের একজন মাঝবয়সী ভিডিও ক্রিয়েটরকে দেখা গিয়েছে। মুম্বাই নিবাসী তিনি। রিল ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল সোনিয়া। অবশ্য সেইকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে সোনিয়াকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘ঘাতক’এর হিট গান ‘কোয়ি আয়ে তো লে যায়ে’এর তালেই মুম্বাইয়ের রাস্তায় সমুদ্রের কাছাকাছি এলাকাতেই এই ভিডিও বানাতে দেখা গিয়েছে। নীল শাড়িতে দক্ষতার সাথেই এই ভিডিওটি বানিয়েছিলেন তিনি। জনসমক্ষে হঠাৎ তাকে নাচতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন পথচলতি মানুষরাও। তবে এই ধরনের বিষয়ে তিনি যথেষ্ট সাবলীল, সেকথা তার ভাব-ভঙ্গিতেই স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে তার এই ভিডিও দেখার পর একাংশের মত, পর্দার পূজা ভাটকেও তিনি রীতিমতো টেক্কা দিয়েছেন নিজের নাচের সূত্র ধরেই।