হরিয়ানভি গানে ঝড় তুলতে পারলেই যেকোনো শো হিট। আজকাল হরিয়ানভি, ভোজপুরি গানের ক্রেজ দিনদিন বাড়ছে। স্টেজ শো ছাড়াও, বিয়েবাড়ি ও অন্যান্য অনুষ্ঠানে এই ধরনের গান চলে, এবং, এতে করে উপস্থিত মানুষরা দারুন এনজয় করে। খেয়াল করে দেখবেন, হরিয়ানভি গানের ভিডিও বা ভোজপুরি মিউজিক ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। এর কারণ, এই ধরনের মিউজিকগুলো খুবই ক্রেজি হয় এবং মানুষ এর প্রতিটি বিটে দাপিয়ে নাচতে পারে।
সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক বৌদি দেদার নেচে চলেছে একটি হরিয়ানভি গানের তালে। গানটির নাম ‘Goli Chal Javegi’। ভিডিওটি দেখলে বোঝা যাচ্ছে যে এটি হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠান, যেখানে ওই বৌদি নিমন্ত্রিত ছিলেন। মিউজিকের তালে যেই পারফরম্যান্স দিয়েছেন তাতে করে ভিডিওটি ভাইরাল হতে বেশিক্ষণ লাগে নি। কারণ, শাড়ি পড়েই তিনি চুটিয়ে নেচেছেন। এখনও পর্যন্ত বহু মানুষ ভিডিওটি দেখে এনজয় করেছে ও অনেকেই প্রশংসা করেছে। কেউ কেউ বৌদির ফিগার দেখে তাকে হট, সেক্সি কমেন্ট করে উৎসাহ দিয়েছেন।
প্রসঙ্গত, এই নির্দিষ্ট গানে, অর্থাৎ, ‘Goli Chal Javegi’ গানটি এতটাই জনপ্রিয় যে এই গানের সাথে বহুবার পারফর্ম করেছেন স্বপ্না চৌধুরী ও সুনিতা বেবি। দুজনেই হরিয়ানার জনপ্রিয় ও সফল নৃত্য শিল্পী। এই দুজনেই বহু স্টেজ শোতে গিয়ে এই গানের সঙ্গে নেচে দর্শকদের মাতিয়ে রেখেছেন। এবারে সেই একই গানে নিমন্ত্রিত বৌদি নেচে ভাইরাল হয়। চলুন দেখে নিই বৌদির ধামাকাদার পারফরম্যান্স।
এই সময় সবথেকে শক্তিশালী মাধ্যম হল ইন্টারনেট। তাই কখন কোন ভিডিও যে ভাইরাল হবে বোঝা মুশকিল। অবশ্য, কোনো জিনিস যদি দর্শকদের একবার পছন্দ হয়ে যায় তাহলে সেটা ভাইরাল হতে মিনিট লাগে না, ঠিক যেমন এই বৌদির নাচের ভিডিওটি এখন ভাইরাল।














