Bharat Rice Price: একদিন পরেই সারা দেশে চালের দাম কমবে, জানুন কি প্ল্যান করেছে সরকার
এই সস্তা চালের সুবিধা পাবেন ভারতের প্রতিটি সাধারণ মানুষ
ভারতে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের সমস্যা অনেকটাই আগের তুলনায় বেড়েছে। এখনকার দিনে আপনারা অনেক বেশি দামে জিনিসপত্র কিনে থাকেন। তবে এবারে ভারতের মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এসেছে সরকার। ভারত সরকার ভারতের সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে এক বিশেষ প্রকল্প। ভারতের মানুষকে যাতে সস্তায় চাল দেওয়া যায় তার জন্য নতুন প্রকল্প চালু করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাজারে আসছে সস্তা চাল। সরকার এই চাল ‘ভারত চাল’ নামে বিক্রি করবে।
এই চালের দাম প্রতি কেজি ২৯ টাকা পর্যন্ত হতে পারে। সমস্ত কর্পোরেটেভ স্টোর, বড় রিটেল চেইন এবং ন্যাশনাল সেলস ফোরাম (NSP)-এর মাধ্যমে এই চাল দেশব্যাপী বিক্রি করা হবে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
‘ভারত চাল’ কোথায় পাওয়া যাবে?
‘ভারত চাল’ সরকারের এজেন্সি যেমন ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED), ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এবং কেন্দ্রীয় ভন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়াও, রাজ্য সরকারের খাদ্য বিপণন সংস্থা, পঞ্চায়েত স্তরের খাদ্য বিপণন সংস্থা এবং স্বেচ্ছাসেবক সংস্থাগুলির মাধ্যমেও এই চাল বিক্রি করা হবে।
বর্তমানে, সাধারণ মানুষকে বাজার থেকে প্রতি কেজি চাল কিনতে গিয়ে ২৫ থেকে ৩৫ টাকা খরচ করতে হচ্ছে। সরকারের এই উদ্যোগে চালের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, সরকার চালের দাম কমাতে আরও কিছু পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে:
– ধানের উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
– চালের আমদানি বাড়ানোর জন্য সরকার আলোচনা করছে।
– চালের বাজারে মনিটরিং বাড়ানো হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকার ‘ভারত চাল’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি বছর ১০ লক্ষ টন চাল বিক্রি করবে বলে আশা করা হচ্ছে।