Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট স্কার্টে আলোর মাঝে ফ্লান্ট করছেন ভোজপুরি অভিনেত্রী Akshara Singh, হু হু করে ছড়াল ভিডিয়ো

Updated :  Friday, June 2, 2023 11:46 AM

বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি তারকাদের জনপ্রিয়তা নেহাতই কম নয়। এই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে কোন কিছুই অজানা বা অচেনা নেই নেটনাগরিকদের কাছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার পাতায় যদি ভোজপুরি প্রথম সারির কোনো তারকার একটি ঝলক ভাইরাল হয় তাহলে, তা খুব স্বাভাবিকভাবেই নজর কাড়ে অধিকাংশের। সম্প্রতি তেমনই আরো এক ঝলকের সূত্র ধরেই চর্চিত ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী অক্ষরা সিং।

খুব সম্প্রতি কলকাতাতে এক অনুষ্ঠানের সূত্র ধরেই উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। মঞ্চ মাতিয়ে করেছিলেন পারফর্মও। ভাইরাল হওয়া ঝলকে এদিন অভিনেত্রীকে ‘বুর্জখালিফা’র তালেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। তার পরনে ছিল কালো ওয়েস্টার্ন পোশাক। পায়ে লং হাইহিলও ছিল তার। মঞ্চে এদিন তার সাথে উপস্থিত ছিলেন একাধিক সহ-নৃত্যশিল্পীরাও। আপাতত, নিজের পারফর্ম্যান্সের সেই ঝলক শেয়ার করে নিয়েই অভিনেত্রীকে ক্যাপশনে লিখতে দেখা গিয়েছে, মনে রাখার মত রাত। পাশাপাশি ক্যাপশনের সূত্র ধরে কলকাতার প্রতি ভালোবাসাও জাহির করতে দেখা গিয়েছে তাকে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী তিনি। ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকাদের সাথে পর্দায় ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই মিডিয়ার পাতায় নিজের ভাইরাল হওয়া এমএমএস ভিডিওর সূত্র ধরেই মুখ খুলেছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে এমএমএসের বিষয়টিকে ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন যদি এ কাজ কোন ইউটিউবারের হতো তাহলে, তিনি বুঝতেন সে অর্থ উপার্জনের জন্য তার ভিডিও ভাইরাল করেছিল। তবে এক্ষেত্রে তেমনটা নয়, কেউ ইচ্ছাকৃতভাবেই তার ক্ষতি করার চেষ্টায় রয়েছে। সে চায় তিনি যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তবে তিনি সাহস হারাবেন না বলেই জানিয়েছিলেন। পাশাপাশি এও জানিয়েছিলেন, খুব শীঘ্রই এই প্রসঙ্গে তিনি আইনি পদক্ষেপ নিতে চলেছেন।