Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Akshara Singh Lifestyle: কোটি টাকার সম্পত্তির মালিক অক্ষরা সিং, দেখুন অভিনেত্রীর বিলাসবহুল জীবনযাপনের এক ঝলক

Updated :  Sunday, February 26, 2023 10:35 AM

অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই পর্দায় তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। একাধিক ভোজপুরি প্রথম সারির তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সাধারণের মাঝে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের বিলাসবহুল জীবনযাপনের সূত্র ধরেই চর্চায় রয়েছেন।

Akshara Singh Lifestyle: কোটি টাকার সম্পত্তির মালিক অক্ষরা সিং, দেখুন অভিনেত্রীর বিলাসবহুল জীবনযাপনের এক ঝলক

বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে ছোটপর্দাতেও তার আধিপত্য নেহাত কম কিছু নয়। দুই জায়গাতেই নিজের রাজত্ব বজায় রেখেছেন তিনি। বিগ বসের ঘরেও দেখা গিয়েছিল তাকে। বলাই বাহুল্য, বিগ বসে অংশগ্রহণের পর থেকেই অভিনয়ের জন্য তার পারিশ্রমিক বেড়েছে দ্বিগুণ। ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবেও তার চাহিদা বেড়েছে অনেকটাই। বর্তমানে তিনি কয়েক কোটি টাকার মালিক। আপাতত‌ সেই তথ্যই মিডিয়ার পাতায়।

Akshara Singh Lifestyle: কোটি টাকার সম্পত্তির মালিক অক্ষরা সিং, দেখুন অভিনেত্রীর বিলাসবহুল জীবনযাপনের এক ঝলক

জানা গেছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ২০-২২ লাখ টাকা নিয়ে থাকেন অক্ষরা সিং। পাশাপাশি এখন একটি স্টেজ শোয়ের জন্য ৪-৫ লাখ টাকা নেন অভিনেত্রী। এই মুহূর্তে মিডিয়ার তথ্য অনুযায়ী এই ভোজপুরি অভিনেত্রী ৫০-৬০ কোটি কিংবা তার বেশির মালকিন। উল্লেখ্য, মুম্বাইয়ের মত শহরেও রয়েছে তার কোটি টাকার বিলাসবহুল বাড়ি-গাড়ি। ফর্চুনার, স্করপিওর মতো একাধিক মূল্যবান গাড়িও রয়েছে তার সংগ্রহে। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরেই সেইসমস্ত তথ্য উঠে এসেছে প্রকাশ্যে, যা শুনে চোখ কপালে তারই ভক্তদের একাংশের।

Akshara Singh Lifestyle: কোটি টাকার সম্পত্তির মালিক অক্ষরা সিং, দেখুন অভিনেত্রীর বিলাসবহুল জীবনযাপনের এক ঝলক