Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Komal Singh: রংবেরঙের ঘাঘরা চোলিতে ভোজপুরি গানে ব্যাপক নাচ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী কোমল সিং

Updated :  Sunday, August 4, 2024 8:32 PM

প্রতিদিন ভোজপুরি গান সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেতে থাকে এবং ভোজপুরি ছবির জনপ্রিয়তা এখন সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি। এখনকার দিনে মানুষজন সবথেকে বেশি ভোজপুরি সিনেমা দেখতে এবং ভোজপুরি সিনেমার গান শুনতে পছন্দ করেন। ভোজপুরি দুনিয়ায় সব থেকে বড় যে তারকারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন আম্রপালি দুবে নিরাহুয়া অক্ষরা সিং পবন সিং খেসারি লাল যাদব। সম্প্রতি দিনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে দারুন জনপ্রিয়তা পেতে শুরু করেছে। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের বলিউড তারকাদের থেকেও বেশি জনপ্রিয়তা রয়েছে এবং, নিরাহুয়া হলেন এরকমই একজন তারকা। তবে, এখন কিন্তু নিরাহুয়া ছাড়া অন্যান্য তারকারাও ভোজপুরি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেতে শুরু করেছেন।

জনপ্রিয় হলো এই নতুন ভোজপুরি তারকার নাচ

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন নতুন ভোজপুরি তারকাকে দেখা যাচ্ছে দুর্দান্ত নাচ করে সকলকে মাতিয়ে দিতে। ভিডিওতে এই নতুন ভিডিওটি রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে এই ভিডিওতে ওই শিল্পী কিন্তু একটি সাদা রঙের ঘাঘরা পড়েছেন এবং তার সাথেই রয়েছে একেবারে রংবেরঙের ব্লাউজ। সবমিলিয়ে তার লুক অত্যন্ত ঝলমলে। তিনি এই নাচের ভিডিওতে ভোজপুরি জনপ্রিয় তারকা অরবিন্দ আকেলা কল্লুর গাওয়া আয়ে জী পিয়া গানের সঙ্গে করেছেন নাচ। ভিডিওটি ইতিমধ্যেই এক কোটি ভিউ পেয়েছে এবং ইতিমধ্যেই বহু মানুষ করেছেন কমেন্ট

ইনস্টাগ্রামে ভাইরাল এই তারকা

আপনাদের জানিয়ে রাখি যে তারকার ব্যাপারে আমরা কথা বলতে চলেছি তিনি হলেন কোমল সিং এবং তিনি আদতে একজন রাজপুত অভিনেত্রী। তিনি বলতে গেলে ভোজপুরি ছবির নতুন তারকা। তার এই নাচের ভিডিও ভোজপুরি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছে এবং হয়েছে ভাইরাল। এই ভিডিওর নীচে দর্শকরা কমেন্ট করে বলেছেন, তার নাচ খুবই সুন্দর এবং অনেকে তার রূপের প্রশংসা করেছেন। অনেকে বলেছেন এই নাচের ভিডিও তাদের সবথেকে প্রিয়।