Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Namrata Malla’s Dance Video: ‘লাল ঘাগড়া’র তালে বাড়ির ছাদেই দুর্দান্ত নাচ এই ভোজপুরি অভিনেত্রীর, রইল ভিডিও

Updated :  Sunday, November 6, 2022 8:50 AM

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি একটি হিট, জনপ্রিয় ভোজপুরি গানের সাথেই দুর্দান্ত নাচ করতে দেখা অভিনেত্রীকে। আপাতত নিজের সেই নাচের ভিডিও শেয়ার করেই চর্চায় নম্রতা।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো। তবে এবার নিজের নাচের কারণেই চর্চায় তিনি।

সম্প্রতি নম্রতা লাল রঙের ডিজাইনার ঘাগড়া-চোলিতে নিজের বাড়ির ছাদেই ‘লাল ঘাগড়া’র তালে দুর্দান্ত নেচে রিল বানিয়েছেন। সম্প্রতি সেই ভিডিওই অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ভিডিও শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর ভক্তমহলের মাঝে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার প্রশংসায় আবারো মেতে উঠেছেন একাংশ। তার রূপেও মুগ্ধ তার অগণিত অনুরাগীরা। অভিনেত্রী প্রায়ই এমন ধরনের নাচের ভিডিও বানিয়ে থাকেন, সেকথা অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। আপাতত নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওর সূত্রেই চর্চিত নম্রতা।