নিজের লুক এবং বোল্ডনেসের কারণে বিগত কয়েক বছর যাবত সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছেন অভিনেত্রী নেহা মালিক। প্রায় প্রত্যেকদিন আমরা ওনার এক একটি নতুন সিজলিং অবতার দেখে একেবারে চমকে গিয়ে থাকি। সোশ্যাল মিডিয়াতে ও তার ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে তার এই নতুন নতুন বোল্ড ছবির দৌলতে। তার ভক্তরা তাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিভিন্ন জায়গায়। পাপারাজ্জিদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় তার আকর্ষণীয় লুকসের জন্য। এবারে আবারও সোশ্যাল মিডিয়াতে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তার এরকমই একটি ছবির জন্য।
সম্প্রতি জিমে গিয়ে একটি ফটোশুট করিয়েছেন অভিনেত্রী নেহা মালিক। এই ছবিতে তাকে দেখা যাচ্ছে একটি মাল্টি কালার স্পোর্টস ব্রালেট পরে থাকতে। তার সাথেই তার পরনে রয়েছে একটি গোলাপি রঙের জিম প্যান্ট। তার সাথেই পুরো লুক কমপ্লিট করার জন্য তিনি সাদা রঙের জুতো পরেছেন। আর নিজের লুককে আরো আকর্ষণীয় করে তোলার জন্য তিনি চুল খোলা রেখেছেন।

এই সমস্ত ছবিতে দেখা যাচ্ছে নেহা মালিক ডাম্বেল তুলে ক্যামেরার সামনে বিভিন্ন ভাবে পোজ দিয়েছেন। তাকে জিম লুকেও অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছে এবং তার লুক যাতে আরো ভালোভাবে ফুটে ওঠে তার জন্য তিনি জিমের বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ইনস্টাগ্রামে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছবি ইতিমধ্যেই ঝড় তুলতে শুরু করেছে। অনেকেই তার এই সমস্ত ছবি দেখে কমেন্ট করেছেন এবং এইসব ছবি দেদার শেয়ার করেছেন।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained