Bhojpuri: আম্রপালিকে পাশে রেখেই শুভি শর্মার সাথে ঘনিষ্ঠ নীরাহুয়া, বাচ্চাদের সামনে ক্লিক করবেন না

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় প্রথম সারির তারকাকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে, দীনেশ লাল যাদব ও শুভি…

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় প্রথম সারির তারকাকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে, দীনেশ লাল যাদব ও শুভি শর্মাকে দেখা গিয়েছে। এনারা তিন জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম তিন প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

কাজল রাগওয়ানী ও আম্রপালি দুবে দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির জনপ্রিয় তারকা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদব জনপ্রিয় ভোজপুরি ছবি ‘হিট’এর গানের তালেই ঘনিষ্ঠ হয়েছেন শুভি শর্মার সাথে। আম্রপালি দুবেকে পাশে রেখেই কাজলের সাথে মেতে উঠেছিলেন তিনি। ‘যায়ে দা এ জান এ তা জাগাহে পে যাতা’র তালেই ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। গানের ভিডিওতে আম্রপালি দুবের পাশে শুয়েই ভিডিওকলে শুভি শর্মার সাথে কথা বললেন নীরাহুয়া। করলেন রোমান্সও, যা খুব স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে নেটিজেনদের।

উল্লেখ্য, ‘হিট’ ছবির এই গানটি ৪ বছর আগে ‘এসআরকে মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা ২ কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ৪ বছর আগেকার ভিডিও হলেও পুনরায় এই নিজেদের প্রিয় পছন্দের তারকাদের একসাথে দেখে বেশ খুশি ভোজপুরি দর্শকরা। পাশাপাশি খুশি হয়েছেন এই তিন জনপ্রিয়, প্রথম সারির ভোজপুরি তারকার অগণিত ভক্তমহল। পুনরায় সকলের জন্য রইল সেই ভিডিও, দেখে নিন।