Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: কাজল রাঘওয়ানির সাথে রোমান্টিক হয়ে উঠলেন পবন সিং, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

Updated :  Tuesday, April 23, 2024 6:33 PM

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই উত্তেজনাপূর্ণ গানের ছড়াছড়ি। বিগত কয়েক বছরে বলিউডকে যদি কেউ সাহসিকতার দিক থেকে টক্কর দিয়ে থাকে, তবে সেটি হল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। শুধুমাত্র সিনেমা নয়, অ্যালবাম গানের দিক থেকেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়িয়ে গেছে সমস্ত বাধা নিষেধের গণ্ডি। ফলে বলিউডকে পেছনে ফেলে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে বিনোদনের সেরা মাধ্যম।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিগত বেশ কয়েক বছর ধরে একছত্র অধিপত্য বিস্তার করেছেন আম্রপালি দুবে এবং নিরহুয়া। তাদের এই জুটিকে বিশেষভাবে পছন্দ করেছেন নেটিজেনরাও। তবে বিগত বেশ কয়েক বছরে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আম্রপালির চির প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন অভিনেত্রী কাজল রাঘওয়ানি। অভিনেতা পবন সিং-এর সাথে একাধিক গানে বোল্ড দৃশ্যে অভিনয় করেছেন তিনি। মূলত তিনি তার সাহসী পারফরমেন্সের মাধ্যমে নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপার হিট নায়ক পবন সিং এবং সেক্সি অভিনেত্রী কাজল রাঘওয়ানির পরিচয় নিঃসন্দেহে বলে দিতে হয় না। দুজনের একাধিক সিনেমা এবং অ্যালবাম গানের ভিডিও ইতিমধ্যে উপভোগ করেছে দর্শকরা। উল্লেখ্য, শুধু সিনেমা নয়, সিনেমার বাইরেও দুজনকে একত্রে জুটি বাঁধতে দেখা গেছে বারবার। একাধিক অ্যালবাম গানেও রোমান্টিক ভঙ্গিমায় অভিনয় করতে দেখা গেছে এই দুই তারকাকে।

বর্তমানে জনপ্রিয় এই জুটির একটি সাহসী ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। পবন সিং এবং ইন্দু সোনালির কণ্ঠে একটি সুপার রোমান্টিক ভোজপুরি গান ‘ক্যাসে মে সেজিয়া পে ঘুংটা উথাউঙ্গি’ গানটি বর্তমানে পরিণত হয়েছে ট্রেন্ড ভিডিওতে। যেখানে পবন সিংয়ের বিপরীতে কাজল রাঘওয়ানিকে দুর্দান্ত রোমান্স করতে দেখা গেছে। দেখুন এই ভাইরাল ভিডিও-