ডিজিটাল প্লাটফর্মে ভোজপুরি গান মানেই সোনায় সোহাগা। এই প্রথমবার নয় যে, ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির রোমান্টিক গানের ভিডিও। বিগত এক দশকেরও বেশি সময় ধরে ডিজিটাল প্লাটফর্মে রাজত্ব করছেন ভোজপুরি সিনেমার তারকারা। বিশেষ করে আম্রপালি, মোনালিসা, অক্ষরা সিং ছাড়াও কাজল রাঘওয়ানির মত সেক্সি অভিনেত্রীরা। যাদের নতুন কোন সিনেমা কিংবা অ্যালবাম গানের ভিডিও ডিজিটাল প্লাটফর্মের নজরে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে চোখের পলকে।
জনপ্রিয় এই জুটি
যদি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতার কথা বলি, তবে নিঃসন্দেহে এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন অভিনেতা নিরহুয়া। যিনি ইতিমধ্যে এক ডজনেরও বেশি অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে রোমান্স করেছেন। অন্যদিকে, ভোজপুরি ফিল্মের সেক্সি অভিনেত্রী অঞ্জনা সিংয়ের জনপ্রিয়তা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না। রোমান্টিক সিনেমায় দক্ষ অভিনয়ের মাধ্যমে আলাদা ফ্যান ফলোইং তৈরি করেছেন এই অভিনেত্রী। মূলত, খোলাখুলি রোমাঞ্চ করার জন্য সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছে পরিচিতি লাভ করেছেন এই ভোজপুরি অভিনেত্রী।
ভাইরাল ভিডিওর বিবরণ
বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতার একটি পুরনো গানের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমা “হাতকাদি” থেকে নেওয়া সুপারহিট গান তথা “পিলা তাজা চাই”-তে দুজনকে গ্রামীণ স্টাইলে রোমান্স করতে দেখা গেছে। ভিডিওটিতে তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে রোমান্স করতে দেখা গেছে। ভাইরাল এই গানে বদ্ধ ঘরে তাদের রসালো রোমান্স বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। ভিডিও-র শুরুতে দেখা যাচ্ছে চায়ের কাপ হাতে নিরহুয়ার ঘুম ভাঙাতে এসেছেন অভিনেত্রী অঞ্জনা সিং। তবে হট ড্রেসে সেক্সি অভিনেত্রীকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে চরম রোমান্স করতে শুরু করেন নিরহুয়া। তবে এর পরের দৃশ্য অবশ্যই আপনার ঘাম ঝরিয়ে দেবে। দেখুন ভাইরাল ভিডিও-














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained