Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: নিরহুয়া-আম্রপালির এই ভোজপুরি গান তাণ্ডব চালিয়েছে ইন্টারনেটে, তাদের রোম্যান্স দেখলে লজ্জায় পরবেন

Updated :  Saturday, June 7, 2025 10:24 AM

বিহার এবং আশপাশের রাজ্যে যাঁরা ভোজপুরি সিনেমার ভক্ত, তাঁদের কাছে একটি পুরনো গান যেন নতুন করে প্রাণ ফিরে পেল। ‘মণ্ডপ’ ছবির “জ্বালা লাগে বড় কাঁটা” গানটি আবারও ঝড় তুলেছে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায়। প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া এই গান আবারও দর্শকদের মন জয় করে নিচ্ছে।

এই গানে রোমান্সে মজেছেন ভোজপুরি সুপারস্টার দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় যে, নতুন কোনো গান বা ছবিতে তাঁরা একসঙ্গে থাকলেই তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে।

গানটির সুর দিয়েছেন ওম ঝা এবং গেয়েছেন রাকেশ মিশ্র ও অলকা ঝা। গানটির কথা লিখেছেন উমা লাল যাদব। এই তিনজনের যুগলবন্দী গানটিকে সুরেলা এবং আবেগপূর্ণ করে তুলেছে। যদিও গানটি পুরনো, তবুও এটি আবারো ফেসবুক-ইনস্টাগ্রামের রিলস থেকে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির এই সুপারহিট জুটি বহুবার তাঁদের জাদু দেখিয়েছেন স্ক্রিনে। তাঁদের কেমিস্ট্রিকে ঘিরেই বহু গান, বহু ছবি জনপ্রিয় হয়েছে, এবং “জ্বালা লাগে বড় কাঁটা” তার অন্যতম প্রমাণ। গানটির ভিজ্যুয়াল ও কোরিওগ্রাফি দর্শকদের বেশ পছন্দ হয়েছে বলেই মনে করা হচ্ছে।