Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দোলের আগেই অভিনেত্রী মোনালিসার নতুন গান, সরগরম হয়ে ওঠে গোটা নেটদুনিয়া

Updated :  Monday, March 14, 2022 4:17 PM

রিজিওনাল কোন সিনেমা থেকে শুরু করে ভোজপুরি গান এবং সিনেমার ভিডিও, সব জায়গাতেই কার্যত রাজ করে থাকেন অভিনেত্রী মোনালিসা। সোশ্যাল মিডিয়াতেও তার ফলোয়ার সংখ্যা বেশ ভালোই। তিনি শেয়ার করতে না করতেই যেকোনো পোস্ট হয়ে যায় ভাইরাল। যেকোনো একটি ভোজপুরি গান রিলিজ হতে না হতেই বক্সঅফিসে একেবারে ধামাকা হয়ে যায়। তবে এবারে মোনালিসার যে গানটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে সেটি তার আগের পুরোনো সব রেকর্ড একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। বসন্তকালে এসে গিয়েছে এবং ভারতের সবথেকে জনপ্রিয় উৎসব দোল যাত্রা কিংবা হোলি আর কিছুদিনের মধ্যেই।

তার আগেই ভোজপুরি সিনেমা জগতের অন্যতম তারকা মোনালিসার এটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে একেবারে জনপ্রিয় হয়ে উঠল। এই গানটির নাম, ‘দেহিয়া মে বঢ়ল বা গর্মি’। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অত্যন্ত দ্রুতগতিতে ট্রেন্ড করছে এই ভোজপুরি গানটি। ইতিমধ্যেই আগে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এই গানের ভিউ সংখ্যা হয়ে গিয়েছে ১৪ লক্ষ। একটি ভোজপুরি গানের জন্য এইরকম ভিউ খুব কম ক্ষেত্রেই দেখা যায়। বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দাদের একটা বড় অংশ যারা ভোজপুরি সিনেমা দেখতে পছন্দ করেন তাদের সকলের কাছেই অত্যন্ত প্রিয় একজন তারকা হলেন মোনালিসা। আর তাদের প্রিয় তারকার গান হচ্ছে, আর তারা দেখবেন না এটা তো হতেই পারে না। ইউটিউবে পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও এই গানটিকে দর্শকেরা পছন্দ করছেন।

তবে শুধুমাত্র ভোজপুরি সিনেমা নয়, বিভিন্ন রিজিওনাল সিনেমা এবং বলিউডেও বিভিন্ন জায়গায় কাজ করে ফেলেছেন মোনালিসা। সম্প্রতি আমরা তাকে দেখেছিলাম স্টার প্লাসের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নজরে। সেখানে একেবারে প্রধান চরিত্র নজরের ভূমিকায় অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট এর ফলোয়ার সংখ্যা এই মুহূর্তে প্রায় ৫ মিলিয়ন। এ থেকেই বোঝা যায় তার জনপ্রিয়তা কতটা বেশি। তাই তার গান ও সিনেমা জনপ্রিয় তো হবেই।

তবে এই নতুন গানটি যেনো তার জন্য একটা আলাদা মাত্রা নিয়ে এসেছে। এই গানে তাকে আমরা দেখছি নিজের দারুন অঙ্গভঙ্গির জাদুতে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। এই গানে তার সঙ্গে তার স্বামী ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংকেও দেখা যাচ্ছে। এই গানে দুজনের মধ্যে একটা দারুন কেমিস্ট্রি তৈরি করার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই, ইউটিউবে এই ভিডিওটি ১৪ লক্ষের বেশি ভিউ কামিয়ে ফেলেছে। ২,৮০০ এর বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছে এবং অনেকেই এই ভিডিওটি শেয়ার করেছেন। বিতর্কিত কিছু মন্তব্য এসেছেই, অনেকে আবার তার এই গান এবং নাচ নিয়ে তাকে কটাক্ষ করেছেন। কিন্তু তবুও এইসব কটাক্ষ তিনি একেবারেই গায়ে মাখতে চাননা। বরং সেগুলোকে কমপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করে জীবনে আরো ভালো কাজ করতে চান তিনি।