বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী সুইটি মিশ্রা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন বহুমানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
View this post on Instagram
সাম্প্রতিক ভাইরাল হাওয়া ঝলকে সুইটিকে একটি হিট, জনপ্রিয় ভোজপুরি গানের তালেই ইনস্টারিল বানাতে দেখা গিয়েছে। এদিন লাল ব্লাউজ ও ছাই রঙের সিল্কি পেটিকোটেই ছিলেন তিনি। খোলা চুলে নিয়েছিলেন গ্লসি মেকাপও। সাজ পূরণে পরেছিলেন মানানসই জমকালো কানের দুল। তবে নিজের এই নাচের প্রতিভার জন্যই নেটজনতার একাংশের মাঝে পরিচিত তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এমন ধরনের একাধিক জনপ্রিয় ভোজপুরি গানের তালে প্রায়ই দেখা মেলে তার। তবে আপাতত নিজের এই সাম্প্রতিক রিলের সূত্র ধরেই প্রশংসিত সুইটি।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained