ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খেসারি লাল যাদব এবং অক্ষরা সিং মানেই জমজমাট জুটি। দুজনের রোমান্সে পরিপূর্ণ গানগুলি যখন প্রকাশ্যে আসে, লাইন দিয়ে সেই ভিডিও উপভোগ করেন নেটিজেনরা। আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে উষ্ণতায় ভরা ভিডিও গান এবং অভিনেতা-অভিনেত্রীর মধ্যে চরম রোমান্সে ভরপুর দৃশ্য। বিগত কয়েক বছরে বলিউডের ধারাবাহিকতা ভেঙেছে এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে। আজকের দিনে বিনোদনের জন্য বেশিরভাগ যুবক-যুবতীরা বেছে নিচ্ছে ভোজপুরি গান অথবা সিনেমা। বিয়েবাড়ি হোক কিংবা অনুষ্ঠান গৃহ, সর্বত্রই বাজানো হচ্ছে ভোজপুরি গান।
সোশ্যাল মিডিয়ার এই যুগে দাঁড়িয়ে নিঃসন্দেহে অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে আপনাদের আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে হবে না। বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। মূলত তিনি কার্ভি ফিগার এবং সেক্সি চালের মাধ্যমে অভিনয় জগতে আলোড়ন সৃষ্টি করেছেন। তার অভিনীত সিনেমা এবং গানের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এই তারকা অভিনেত্রীর একটি পুরনো গানের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা খেসারি লাল যাদবের সাথে চরম রোমান্স করতে দেখা গেছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘সুনা এ রাজা জি সুহাগ ওয়ালি রাতিয়া’ গানে চরম রোমান্স করছেন তারা। তাদের এই রোমান্টিক ভিডিওটি ভক্তদের পাগল করে দিচ্ছে। শুধু তাই নয়, সিঁড়ির উপরে হট দৃশ্যে ভরপুর এই ভিডিওটি লাইন দিয়ে উপভোগ করছেন নেটিজেনরা। রইল সাহসী ভিডিও-














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained