ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল জুটি তথা আম্রপালি এবং নিরহুয়ার অনবদ্য রোমান্সের ভিডিও ফের ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দুজনের চরম রোমান্টিক দৃশ্য বর্তমানে ঘাম ঝরাচ্ছে সোশ্যাল মিডিয়া প্রেমের। তবে ভিডিওটি প্রসঙ্গে বলার পূর্বে আমরা আপনাদের বলি, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই চরম উত্তেজনা। সুপারহিট সিনেমার পাশাপাশি দুর্দান্ত রোমান্টিক গানের বিপুল সম্ভার। ফলে আজকের দিনে বেশিরভাগ যুবক বিনোদনের জন্য বেছে নিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। স্বল্প সময়ের মধ্যে বিপুল উত্তেজনা, সবকিছুই বিদ্যমান ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
বিশেষ করে যে সমস্ত গানে আম্রপালি, মোনালিসা, অক্ষরা সিংয়ের মত সেক্সি অভিনেত্রীর উপস্থিতি রয়েছে, সেখানে যে প্রতি মুহূর্তে উত্তেজনায় ভরপুর সিন থাকবে একথা নিশ্চিত। মূলত এই সমস্ত সাহসী অভিনেত্রীদের হাত ধরে আজ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে বলিউডের বিকল্প। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আম্রপালি এবং নিরহুয়ার জুটি মানেই সুপারহিট। বিগত এক দশকেরও বেশি সময় ধরে দুজনে ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি শতাধিক অ্যালবাম গানেও চরম রোম্যান্স করেছেন এই দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় আম্রপালি এবং নিরহুয়ার গান মানেই মুহূর্তের মধ্যে ভাইরাল। চোখের পলকে কোটি কোটি ভিউ অর্জন করে নেয় এই ভোজপুরি তারকা জুটির রোমান্টিক গানের ভিডিওগুলি।
বর্তমানে ইউটিউবে আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদবের (নিরহুয়ার) চরম রোমান্টিক গানের ভিডিও ট্রেন্ড ভিডিওতে পরিণত হয়েছে। ‘জওয়ানি ভাইল আগ’ গানে দুই তারকার চরম রোমান্টিক মুহূর্ত বর্তমানে ঘাম ঝরাচ্ছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের। ভিডিওতে দেখা যাচ্ছে, আম্রপালির সেক্সি যৌবন দেখে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন অভিনেতা নিরহুয়া। এরপর বদ্ধ ঘরে আমরুপালিকে বিছানায় ফেলে তার যৌবন লুন্ঠন করতে দেখা গেছে অভিনেতাকে। ভিডিওটি ইতিমধ্যে ইউটিউবে ৩ লাখের বেশি বার উপভোগ করা হয়েছে। এইবেলা আপনিও উপভোগ করুন দুই তারকার চরম সাহসিকতা-














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside