Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BHOJPURI: ‘লালাইয়া চুসা রাজা জি’-তে পবন সিং এবং অক্ষরা সিংয়ের রোমান্টিক নাচ দেখে অবাক সকলে, রইলো ভাইরাল ভিডিও

Updated :  Friday, October 18, 2024 7:24 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং ।

ভোজপুরি পাওয়ার স্টার পবন সিং ও অক্ষরা সিং

এছাড়া এই ভোজপুরি ইন্ডাস্ট্রির উন্নতিতে অক্লান্ত পরিশ্রম করছেন সুপারস্টার ভোজপুরি অভিনেতা পবন সিং। একের পর এক হিট সিনেমা করে ভারতীয় দর্শকদের সামনে ভোজপুরি ইন্ডাস্ট্রির সুনাম ছড়িয়ে দিচ্ছেন তিনি। এই অভিনেতার ফ্যান ফলোইং একদম কম নয়। তাইতো পবন সিং এর মিউজিক ভিডিও হোক কি সিনেমা সবকিছুই চোখের পলকে ভাইরাল তালিকায় নাম লেখায়। সম্প্রতি ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং সাথে পবন সিং এর একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।

লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখলেন

পবন সিং ও অক্ষরার এই নতুন ভোজপুরি ভিডিওর নাম ‘লালাইয়া চুসা রাজা জি‘। এই ভোজপুরি মিউজিক ভিডিও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই গানটি ‘পবন রাজা‘ সিনেমার। এই অ্যাকশন ফিল্মে রোমান্টিকতা ছোঁয়া দিয়েছে এই মিউজিক ভিডিও। অক্ষরা সিং তার আকর্ষণীয় নীল এবং সোনালি পোশাকে সকলের নজর কেড়ে নিয়েছেন। আবার পবন সিং ডেনিম জিন্স এবং একটি সাদা-গোলাপী টি-শার্টে দেখা দিয়েছেন। এতে তারকা জুটির রোম্যান্স দেখে অবাক হবেন আপনিও। এই ভাইরাল ভিডিওটি এখনও পর্যন্ত ৩৬ মিলিয়ন মানুষ দেখেছেন। আর ৯৪ হাজারের বেশি মানুষ এটি লাইক করেছেন। ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।