Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: পাতলা শাড়িতে কার্ভি ফিগার দেখিয়ে নাচ অক্ষরা সিং-এর, দেখে উত্তেজনা সামলাতে পারলেন না পবন সিং

Updated :  Saturday, November 16, 2024 1:16 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং। এছাড়া এই ভোজপুরি ইন্ডাস্ট্রির উন্নতিতে অক্লান্ত পরিশ্রম করছেন সুপারস্টার ভোজপুরি অভিনেতা পবন সিং। সম্প্রতি ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং সাথে পবন সিং এর একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে।

ভাইরাল ভিডিওর বিবরণ

পবন সিং ও অক্ষরার এই ভাইরাল মিউজিক ভিডিওর নাম, ‘ভর জাটা ধোদি আমার পাসিনা‘। এটি গানটি ভোজপুরি জনপ্রিয় ‘পবন রাজা‘ সিনেমার। এতে পবন সিং ও অক্ষরা এর চরম রোমান্টিক মুহূর্ত দেখা গেছে। এই ভিডিওতে, পবন ও অক্ষরাকে ঘরের মধ্যেই রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে। কখনও বিছানায় শুয়ে আবার কখনও ঘরের মধ্যে তারা মেতেছেন চরম রোম্যান্সে। আর তারই মাঝে আবার তাদের নাচতেও দেখা গিয়েছে। ভিডিওতে অক্ষরার পরণে রয়েছে শাড়ি। আর ওদিকে পবনের পরণে রয়েছে শার্ট ও প্যান্ট।

ভাইরাল ভিডিওর জনপ্রিয়তা

এই ভিডিওটি Wave Music নামক ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। বলা বাহুল্য ফ্যানদের ভালোবাসায় আজ এই মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে লাইমলাইটে রয়েছে। ৫ বছর আগে ভিডিওটি পোস্ট করা হলেও, এখনও এর জনপ্রিয়তা কমেনি। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওটি এখনও অব্দি ৭৯ মিলিয়ন মানুষ দেখেছেন। আর এতে লাইক দিয়েছেন ২ লাখের বেশি মানুষ। প্রচুর মানুষ কমেন্ট করে এই তারকা জুটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপনি যদি এই ভাইরাল ভোজপুরি মিউজিক ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে এখানে দেখে নিতে পারেন।