Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Dance: ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল আম্রপালি ও খেসারির রোম্যান্টিক গান, দেখে মুগ্ধ হবেন আপনিও

Updated :  Friday, November 1, 2024 12:20 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী আম্রপালি দুবে।

খেসারি লাল যাদব ও আম্রপালি দুবের রোম্যান্টিক ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে খেসারির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন আম্রপালি দুবে। মিউজিক ভিডিওতে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন নেট নাগরিকরা। গানের নাম, ‘মরদ আভি বাচা বা‘। অভিনেত্রীর এই গানে লেহেঙ্গা চোলি পরেছেন যাতে তাঁকে খুব সুন্দরী লাগছিল। তারকা জুটির উদ্দাম যৌবনমাখা ড্যান্স দেখে সকলের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

২৭২ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন ভিডিওটি

এই মিউজিক ভিডিওটি ‘দুলহিন গঙ্গা পার কে‘ সিনেমার। এই ভিডিও ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে। এটি ৩ বছর আগে ‘Yashi Films’ ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। বর্তমানে নতুন করে এই ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে রিলিজের পর থেকে এই ইউটিউব ভিডিওটি প্রায় ২৭২ মিলিয়ন মানুষ দেখেছেন। আর লাখ লাখ মানুষ লাইক ও কমেন্ট করেছেন। অনেকেই জানিয়েছেন যে এই ভিডিও দেখে তাঁরা কামুকতার সাগরে ঝাঁপ দিয়েছেন। এই ভিডিওটি এখন দেখতে চাইলে, এখানেই দেখে নিন।