Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘তানি ফেরে দি বালাম জি…‘ গানে পবন ও অক্ষরা সিংয়ের রোম্যান্স ইউটিউবে হইচই ফেলে দিয়েছে, রইল ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, October 16, 2024 12:18 PM

আজকাল বিনোদন দুনিয়ার শিরোনামে রয়েছে বিভিন্ন অনলাইন মাধ্যম। আর বিনামূল্যে ইন্টারনেট দুনিয়াতে যদি বিনোদনের কথা বলা হয় তাহলে প্রথমেই চলে আসে ইউটিউবের নাম। এই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তবে যেই ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখে তা হলো ভোজপুরি মিউজিক ভিডিও। বিশ্বাস না করলেও এটাই সত্যি। এমনকি বলিউডের যেকোনো মিউজিক ভিডিওকে মুহূর্তের মধ্যে টেক্কা দেয় এইসব ভোজপুরি মিউজিক ভিডিও। একপ্রকার বলা যেতে পারে আজকাল বলিউডকে টেক্কা দিচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

ভোজপুরি পাওয়ার স্টার পবন সিং

এই ভোজপুরি জগতের অন্যতম জনপ্রিয় সুপারস্টার হলেন পবন সিং। একাধিক ভাইরাল মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল তালিকায় নাম লেখায়। ২০০৮ সাল থেকে ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে কাজ শুরু করেছেন তিনি। আজ ২০২৩ সালে এসে তাঁর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। কখনও পাঞ্জাবিতে, আবার কখনও স্যান্ডো গেঞ্জি পরে মিউজিক ভিডিওতে নাচ করে দর্শকদের মনোরঞ্জন করেছেন এই তারকা। সম্প্রতি আবারো পবন সিং এর একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এই ভোজপুরি মিউজিক ভিডিও ভুল করেও পরিবারের লোকেরা সামনে দেখবেন না।

‘তানি ফেরে দি বালাম জি করভাতিয়া‘ মিউজিক ভিডিও

পবন সিংয়ের নতুন ভোজপুরি মিউজিক ভিডিওতে পবন সিংয়ের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন অক্ষরা সিং। পবন সিং ও অক্ষরার এই নতুন ভোজপুরি ভিডিও দেখে অবাক হবেন আপনিও। এই মিউজিক ভিডিওটি ‘সত্য‘ সিনেমার। এর ‘তানি ফেরে দি বালাম জি করভাতিয়া‘ গানটি ব্যাপক জনপ্রিয় হচ্ছে। গানের তালে তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি দেখে লজ্জা পাবেন আপনিও। এই গানের কথা লিখেছেন মনোজ মাতালবি। আর গানটি নিজের কণ্ঠে গেয়েছেন ইন্দু সোনালী। এই গানটি ওয়েভ মিউজিকের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এই ভিডিও ইতিমধ্যেই ৩১ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। আর প্রায় ১.০৮ লাখের বেশি মানুষ লাইক করেছেন। গানটিতে তারকা জুটির রোমান্টিক কেমিস্ট্রি দেখে অনেকে কমেন্ট করে বলেছেন, ‘আপ দোনো কি জোরি মাস্ত লাগাতি হ্যায়‘। আবার একজন বলেছেন, ‘পাওয়ার স্টার, পাওয়ার পারফরম্যান্স‘। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।