সরকার শীঘ্রই আটকে থাকা ডিএ উপহার হিসেবে দিতে চলেছে, যার জন্য সরকার যে কোনও দিন ঘোষণা করতে চলেছে। ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়ন্ত্রিত কর্মচারীরা ডিএ উপহার পাবেন, যার ফলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন। মহার্ঘ ভাতার নতুন হার ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে।
মনে করা হচ্ছে, মে মাসে বকেয়া ডিএ-র সুবিধা পেতে পারেন কর্মীরা। প্রায় ৯ মাসের বকেয়া ডিএ-র টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্ভব বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে, যার ফলে প্রায় ১২ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। আচরণবিধি লাগু হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলা সরকার। এই মহার্ঘ ভাতা ১ জুলাই ২০২৩ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে।

বকেয়া ডিএ তিনটি সমান কিস্তিতে দেওয়া হবে। রাজ্য কর্মচারীরা এখন ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। আগে যা ছিল ৪২ শতাংশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ এপ্রিল বর্ধিত ভাতা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন পুর কমিশনার। পুর কমিশনার কর্মচারীদের ডিএ বৃদ্ধি সম্পর্কিত আদেশ জারি করেছিলেন। বকেয়া ডিএ-র টাকা ৯ মাসের ব্যবধানে তিন কিস্তিতে স্থানান্তর করা হবে। ডিএ বৃদ্ধির ফলে যেখানে প্রতি মাসে কর্মীদের বেতন বাড়বে ৫০০ টাকা। পরবর্তী তিন মাসের জন্য, প্রতি মাসে ১৫০০ টাকার সুবিধা পাওয়া যাবে।
কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা এখন ৫০ শতাংশ মহার্ঘ ভাতার সুবিধা পাচ্ছেন। সরকার কিছুদিন আগে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ প্রায় ৪ শতাংশ বাড়িয়েছিল, তার পরে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’