Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হোয়াইট হাউসের আসনে বসেছেন বাইডেন, প্রথম দিনই ট্রাম্পের উল্টো পথে হাঁটলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট

Updated :  Thursday, January 21, 2021 10:33 AM

ওয়াশিংটন ডিসি: মসনদে বসেই ডোনাল্ড ট্রাম্পের (Dobald Trump) উল্টো পথে হাটলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এদিন তিনি মোট ১৫টি নির্দেশিকায় সাক্ষর করেন। প্যারিসের (Paris) জলবায়ু চুক্তিতে ফের প্রবেশ থেকে শুরু করে বেশ কিছু মুসলিম দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া, অনেক কিছু সামিল রয়েছে সেই নির্দেশিকায়।

৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জো বাইডেন। তারপরেই তিনি সাক্ষর করেছেন ১৫টি জরুরি নির্দেশে। অবশ্য আগে থেকেই তিনি এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এদিন নির্দেশিকাগুলিতে সাক্ষর করে বাইডেন বলেন, তার কাছে এখন অপচয় করার মতো সময় নেই। করোনা সঙ্কট, অর্থনৈতিক পুনুরুদ্ধার থেকে বর্ণবৈষম্য মেটানোর মতো কাজে তিনি লক্ষ্য রাখতে চান নিজেকে। এদিন বাইডেন যুক্তরাষ্ট্রের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। সকল সমস্ত সরকারি অফিসের কর্মীদের মাস্ক পরে থাকতে হবে।

সেইসঙ্গে প্যারিজ জলবায়ু চুক্তিত ফিরতে চলেছে আমেরিকা। এমন অধ্যাদেশেও সাক্ষর করেছেন তিনি। প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। সেইসঙ্গে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে পাঁচিলের কাজ বন্ধ রাখতে বলেছেন তিনি। এছাড়া বিতর্কিত Keystone XL oil pipeline অনুমতিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বেশ কিছু মুসলিম রাষ্ট্রে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। সেটাও বাতিল করা হয়েছে। ডো বাইডেনের প্রেস সেক্রেটারি জো সাকি বলেন, আগামী দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।  এটা সূচনা মাত্র। নির্বাচন প্রচারকালে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব রক্ষা করা হবে। পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে মার্কিন সেনায় তৃতীয় লিঙ্গের প্রবেশের অনুমতি দেওয়া, মার্কিন তহবিল সংক্রান্ত বেশ কিছু বিষয়ে নির্দেশিকা দেওয়া হতে পারে। অনুমান করা যাচ্ছিল ট্রাম্পের থেকে একেবারে উল্টো পথে চলতে পারেন বাইডেন। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে বাইডেন বুঝিয়ে দিলেন তিনি আদতে ট্রাম্পের রাস্তায় হাটছেন না। তাঁর পূর্বসরীর সম্পূর্ণ উল্টো পথে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিজের সফর শুরু করলেন তিনি।