রাজ্যনিউজ

বিধাননগর, দমদম স্টেশনের যাত্রীদের জন্য সুখবর, তিনটি প্ল্যাটফর্ম থেকে রোজ ছাড়বে ‘বিশেষ’ লোকাল ট্রেন

লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা করেছে পূর্ব রেলওয়ে

Advertisement
Advertisement

শিয়ালদহ, দমদম ও বিধাননগর স্টেশনের যাত্রীদের জন্য আবারো সুখবর। আজ থেকে ১,২,৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের EMU লোকাল ট্রেন চালু শুরু হয়েছে। এর ফলে শিয়ালদহ থেকে বারাসাত, বারাকপুর, শান্তিপুর, নৈহাটি, শ্যামনগর, বনগাঁও, ডানকুনি, সোদপুর, খড়দহ সহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা আরও বেশি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

Advertisement
Advertisement

এবারে চলবে ১২ কোচের ট্রেন

পূর্ব রেলের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই এই নতুন ট্রেন চালু করা সম্ভব হয়েছে। পূর্বে এই প্ল্যাটফর্মগুলোতে প্লাটফর্মের দৈর্ঘ্য কম থাকার জন্য ১২ কোচের ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। যাত্রীদের চাপ কমাতে এবং তাদের সুবিধার্থে পূর্ব রেল ১,৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ করে।

Advertisement

এই নতুন ট্রেন চালু হওয়ার ফলে:

প্রতি ট্রেনে ১০০০ জন অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব হবে। বিধাননগর ও দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে ও নামতে আরও সুবিধা হবে। ৯ কোচের ট্রেনের তুলনায় ২৫% বেশি সিট থাকবে। যাত্রীরা এই নতুন ট্রেন চালু হওয়ায় খুবই খুশি। তাদের মতে, এতে তাদের যাতায়াত অনেক সহজ ও আরামদায়ক হবে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে সেখান থেকেও ১২ কোচের লোকাল ট্রেন চালু করা সম্ভব হবে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button