সামনেই ঈদ, আর তার আগেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করল মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সিদ্ধান্ত। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেন ৩% ডিএ বৃদ্ধির কথা। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। কবে থেকে কার্যকর হবে এই নতুন হারে ভাতা? চলুন জেনে নিই বিস্তারিত।
৩% ডিএ বৃদ্ধির ঘোষণা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘোষণা করেছেন, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অতিরিক্ত ৩% মহার্ঘ ভাতা (DA) পাবেন। এর ফলে রাজ্যের কর্মচারীদের বর্তমান ৩০% ডিএ বেড়ে হবে ৩৩%। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বছরে প্রায় ৩০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ধীরে ধীরে রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মচারীদের ডিএ-র পার্থক্য কমিয়ে আনতে চাই।” সরকারী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল ডিএ বৃদ্ধির, যা এবার পূরণ হতে চলেছে।
উচ্ছ্বসিত সরকারি কর্মীরা
ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ডিএ বৃদ্ধির খবরে খুশির আমেজ। দীর্ঘদিন ধরেই তারা এই বৃদ্ধির অপেক্ষায় ছিলেন, অবশেষে তাদের প্রত্যাশা পূরণ হলো।
এর আগে, ত্রিপুরার অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায় বিধানসভায় ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেন। ১ এপ্রিল পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, যেখানে উন্নয়ন পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করা হচ্ছে, এই অধিবেশন থেকে রাজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside