বড় ঘোষণা কেন্দ্র সরকারের। শিল্প ব্যবস্থাকে নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর প্রথম বাজেট পেশ করেও, অনেক সিদ্ধান্তে পরিবর্তিত সময়ে পিছু হটতে হয়েছে নির্মলা সীতারামনকে। শুক্রবার, কর্পোরেট কর কমিয়ে ফের একই পথে হাঁটলেন তিনি।
গোয়ায় সাংবাদিক সম্মেলনে দেশীয় সংস্থাগুলির কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫.১৭ শতাংশ করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এর মধ্যেই সমস্ত রকম চার্জ অর্থাৎ সারচার্জ এবং সেস যুক্ত রয়েছে।
আগামী অক্টোবর মাস থেকে উৎপাদন শিল্পে লগ্নি করলে এই করের পরিমাণ ১৭.০১ শতাংশ হবে বলে জানান সীতারামন। এছাড়াও ক্যাপিটাল গেইন ট্যাক্সেও সারচার্জ উঠিয়ে দেওয়া হল। যার দরুন কেন্দ্র সরকারের বছর প্রতি ১.৪৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হবে।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’