Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘সমস্যায় রয়েছেন কৃষকরা, কৃষকদের জন্য বড় ঘোষণা’ মন্ত্রীসভার প্রথম বৈঠকে বললেন উদ্ভব

Updated :  Friday, November 29, 2019 12:27 PM

অরূপ মাহাত: শিবাজী পার্কে শপথ গ্রহন শেষে মন্ত্রীসভার বৈঠকে বসেছিলেন জোট সরকারের মন্ত্রীরা। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিবসেনা-এনসিপি-কংগ্রেসের মহারাষ্ট্র বিকাশ আগাড়ীর মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। সেখানেই তিনি কৃষকদের স্বার্থে কাজ করার কথা জানান।

এদিন তিনি বলেন, ‘মহারাষ্ট্রে সবচেয়ে বেশী সমস্যায় রয়েছেন কৃষকরা। তাদের জন্য কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।’ দু একদিনের মধ্যে সেই কর্মসূচির ঘোষণা করা হবে বলে তিনি জানান, ‘সরকার এমন কিছু পদক্ষেপ নিতে চলেছে যাতে কৃষকরা অবশ্যই খুশি হবেন।’

শুধু তাই নয়, ভূমিপুত্রদের জন্যও এদিন সুখবর শোনার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। জানান, ‘চাকরি ক্ষেত্রে ভূমিপুত্রদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ নতুন সরকার কৃষক সমস্যা সমাধান ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে জোর দেবে বলে জানান তিনি।

তবে শুভেচ্ছা জানিয়েও নতুন সরকারের প্রতি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উত্তর মুম্বাইয়ের বিজেপি সাংসদ পুনম মহাজন বলেন, ‘তিন পায়ের উপর নির্ভর করে এই সরকার কতদিন চলবে সেটাই দেখার।’