পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীত্ব পদে ক্ষমতায় আসার পর রাজ্যবাসীর জন্য এনেছেন একাধিক প্রকল্প। এবার ‘কর্মসাথী’ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মঙ্গলবার কালিয়াগঞ্জে সভায় এই ঘোষণা করেন। এই প্রকল্পেও আওতায় অনেক যুবক যুবতীর সাহায্য হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের বাজেটে সরকার তার নতিন প্রকল্প ‘কর্মসাথী’-এর ঘোষণা করে। বিধানসভায় বাজেট পেশের সময় ‘কর্মসাথী’ নামে নতুন একটি প্রকল্পের কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এই প্রকল্পের মাধ্যমে খুব সহজেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারবেন কর্মহীন যুবক-যুবতীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের আওতায় ১ লক্ষ গরীব ছেলে মেয়েকে ব্যবসার জন্য টাকা দেবে সরকার। বেকার যুবক যুবতীরা এই টাকা ঋণের মাধ্যমে নিতে পারবেন। এরপরই ঋণের মাধ্যমে পাওয়া টাকা দিয়ে তারা ব্যবসা করতে পারবেন। একই সঙ্গে এদিন কালিয়াগঞ্জ মঞ্চে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তপশিলী জাতির জন্য এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এরপর মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ১০০ শয্যার হাসপাতাল গড়ে তোলা হবে বলেও জানান এই সভায়।