Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Manisha Rani: সোশ্যাল মিডিয়ায় মনীষা রানীর নাচে আগুন, হলুদ শাড়িতে দর্শকদের চোখে প্রিন্সেস জ্যাসমিন

Updated :  Tuesday, July 23, 2024 8:29 PM

বিগ বস ওটিটি সিজন ২ ভারতে একটা বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল একটা সময়ে। একটা দীর্ঘ সময় ধরে এই বিগ বস অনুষ্ঠানটি ভারতে একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র সলমন খান এই অনুষ্ঠানের সঞ্চালক সেটার জন্যই না, এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছিলেন, তারাও জনপ্রিয়তার দিক থেকে কিছু কম যান না। এই প্রতিযোগিদের মধ্যেই একজন ছিলেন বিহারের দাবাং গার্ল মনীষা রানী। বিগ বস ওটিটি সিজন ২ খ্যাত মনীষা রানী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন। তবে এই রিল জনপ্রিয় হওয়ার পাশাপাশি, এই রিল কিন্তু একইসাথে হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু। বিখ্যাত তামিল গান সাই অভ্যাংকর ও তার বোন সাই স্মৃতির গাওয়া আসা কুড়া-তে তার নাচের দক্ষতা প্রদর্শন করেছেন মনীষা রানী। এই গানের সাথে মনীষার নাচ সবার মন কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নাচের ভিডিওটি

হলুদ শাড়িতে ঝলমলে মনীষা

এই রিল ভিডিওতে মনীষাকে দেখা যাচ্ছে একটি হলুদ সঙ্গে শাড়ি এবং তার সাথেই স্লিভলেস মাল্টিকালার ব্লাউজে। তার লুক বেশ আকর্ষণীয় এবং গোটা নাচের ভিডিওতে তাকে বেশ ঝলমলে লেগেছে। তার নাচ এবং এই পোশাকের পছন্দ এই গানের প্রতিটি কথাকে আরো বেশি করে কমপ্লিমেন্ট করছে৷ তার উদ্যমী চাল এবং অভিব্যক্তি তার ফলোয়ারদের মনোযোগ আকর্ষণ করে দারুনভাবে। অনেকেই তার এই নাচের প্রশংসা করছেন। তবে, অনেকের এই পোশাক পছন্দ হয়নি আবার অনেকে মনীষাকে তুলনাও করেছেন অন্যান্যদের সাথে।

দর্শকদের হরেক রকম কমেন্ট

মনীষা রানীর এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট আপনারা দেখতে পাবেন। অধিকাংশ কমেন্টে তাকে অভিনন্দন এবং প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা। অভিনেত্রী অদ্রিজা সিনহা কমেন্ট করে বলেছেন, তার থেকে সুন্দর আর কাউকে তিনি দেখেননি। অনেকে অভিনেত্রীকে প্রিন্সেস জেসমিন বলেও উল্লেখ করেছেন। তার ফ্যান ক্লাব থেকে ও নানারকম কমেন্ট করা হচ্ছে। হৃদয় ইমোজি এবং আগুন ইমোজিতে এমনিতেই কমেন্টবক্স ভরা। তবে একটি কমেন্ট দেখা গিয়েছে যেখানে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে তার তুলনা করেছেন ওই দর্শক। তিনি বলেছেন মনীষা শুধুই নিজেকে হট প্রমাণ করার জন্য রিল বানাচ্ছে, কিন্তু অন্যদিকে অন্য ক্রিয়েটাররা কিন্তু ভালো রিল তৈরি করছেন। শেহনাজ গিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তার রিল ভিডিওগুলি মনীষার থেকে অনেক ভালো। তবে এই মন্তব্যের বিরোধী জবাবও এসেছে অন্যান্য দর্শকদের কাছ থেকে।