করোনা ভাইরাস সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আজ রাত ১২ টা থেকে সম্পূর্ণ দেশে লকডাউন জারি হবে। আজ থেকে সম্পূর্ণ দেশের সব রাজ্য, জেলা, শহর, গ্রাম, অলি-গলিতে লকডাউন জারি থাকবে। আগামী ২১ দিন এই লকডাউন জারি থাকবে। অন্তত ১৪ এপ্রিল পর্যন্ত এটি বজায় থাকবে বলে তিনি জানিয়েছেন।
এই ২১ দিন না করলে ২১ বছর পিছিয়ে যেতে হবে বলে তিনি বলেছেন। তাই তিনি বার বার ঘরে থাকার আবেদন করেছেন। ঘরের বাইরে রাখা মানুষের একটা পদক্ষেপ সমগ্র দেশের জন্য ভয়াবহতা আনতে পারে। এটি এক ধরনের কার্ফু, যা জনতা কার্ফুর থেকেও বেশি কঠোর হবে। মানুষকে একজোট হয়ে এই লকডাউন মানতে হবে।এই ২১ দিন যদি ঘর থেকে না বেরিয়ে মেনে চলা যায় তাহলে তা সমগ্র দেশের জন্য, জাতির জন্য,প্রতিটি নাগরিকের জন্য এর থেকে ভালো কাজ আর কিছু হবে না।
প্রধানমন্ত্রী হাত জোর করে প্রত্যেকের কাছে এই ২১ দিন লকডাউন মানার জন্য আবেদন করেছেন। তবে সমস্ত জরুরি পরিষেবা এইসময় চালু থাকবে। দায়িত্বজ্ঞানহীন হলে বড় মূল্য চোকাতে হবে বলে তিনি জানিয়েছেন। আর এই লকডাউন না মানলে কঠোর শাস্তি প্রয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। মোদী দেশের সমস্ত ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট,স্বাস্থ্যকর্মী এদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।