Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড়ো খবর, ভ্যাকসিনেশন এর দ্বিতীয় পর্যায়ে করোনা টিকা নেবেন প্রধানমন্ত্রী

করোনা ভ্যাকসিনেশন ড্রাইভের দ্বিতীয় পর্যায়ে এবারে ভ্যাকসিন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজকেই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল।গত সপ্তাহে ভারতে শুরু হয়েছিল করোনার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। আর,…

Avatar

করোনা ভ্যাকসিনেশন ড্রাইভের দ্বিতীয় পর্যায়ে এবারে ভ্যাকসিন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজকেই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল।গত সপ্তাহে ভারতে শুরু হয়েছিল করোনার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। আর, এই কর্মসূচিতে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর আসন গ্রহণ করতে পারবেন।

গত ১৬ জানুয়ারি এই ভ্যাকসিন ড্রাইভ শুরু হয়েছিল এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথমে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভারতের কাছে রয়েছে করোনাভাইরাস এর সঙ্গে লড়াইয়ের জন্য দুইটি অস্ত্র। একটি হলো সেরাম ইনস্টিটিউটের কোভি শিল্ড এবং অপরটি হলো ভারত বায়োটেক এর কোভ্যাকসিন। এই দুটি ভ্যাকসিন ভারতের জনগণকে দেওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্বিতীয় পর্যায়ে ৫০ ঊর্ধ্ব সমস্ত মানুষ যাদের কো মরবিডিটি রয়েছে তারা করণা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। যে সমস্ত সাংসদ এবং বিধায়ক এর বয়স ৫০ বছরের বেশি তারা এই পর্যায়তে করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন এখনই করোনা ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, দ্বিতীয় পর্যায়তে সকলে এক এক করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

হরিয়ানা, বিহার এবং উড়িষ্যার মত রাজ্যের মুখ্যমন্ত্রী রা ঘোষণা করেছেন সমস্ত সাংসদ এবং বিধায়ক এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ কে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিচার করা উচিত। তবে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, একে একে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে, কেউ যেন তার সময়ের আগে ভ্যাকসিন গ্রহণ না করেন।

দ্বিতীয় পর্যায়তে ৫০ বছরের উর্ধ্বে মানুষজনকে ভ্যাকসিন দেওয়া হবে। সেই মতই এই দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ মন্ত্রী মন্ডলের আরো অনেকেই। এছাড়াও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই পর্যায়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলে জানা যাচ্ছে।

About Author