BB Plusব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

New Bank Timing: নতুন বছরে ব্যাঙ্কের সময়সূচিতে বড় পরিবর্তন, ১ জানুয়ারি থেকে জেনে নিন নতুন নিয়মের বিস্তারিত তথ্য

Advertisement

ব্যাঙ্কে লেনদেনের প্রয়োজনে প্রায় সকলকেই কমবেশি যেতে হয়। কেউ ব্যবসার প্রয়োজনে প্রতিদিন যান, আবার কেউ মাঝেমধ্যে টাকা তোলার জন্য যান। তাই এই খবর সবার জন্যই গুরুত্বপূর্ণ। নতুন বছরের শুরু থেকেই ব্যাঙ্ক খোলা ও বন্ধের সময়সূচিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

বিভ্রান্তিকর সময়সূচিতে গ্রাহকদের সমস্যা

প্রতিটি ব্যাঙ্কের আলাদা আলাদা সময়সূচির কারণে দীর্ঘদিন ধরেই গ্রাহকরা সমস্যার মুখে পড়ছিলেন। কোনও ব্যাঙ্ক সকাল ১০টায় খোলে, কোনওটি সাড়ে ১০টায়, আবার কোনও ব্যাঙ্ক ১১টায় খোলে। ফলে গ্রাহকরা লেনদেনের জন্য নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কে পৌঁছাতে গিয়ে বিভ্রান্তিতে পড়তেন। অনেক সময় দরকারি কাজে ব্যাঙ্কে গিয়ে দেখতেন, ব্যাঙ্ক এখনও খোলেনি বা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।

মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগ

এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে মধ্যপ্রদেশ সরকার। ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত করতে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি (SLBC) সিদ্ধান্ত নিয়েছে যে, রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক একই সময়ে খোলা ও বন্ধ হবে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

নতুন সময়সূচি

নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যের সমস্ত ব্যাঙ্ক প্রতিদিন সকাল **১০টা থেকে বিকেল ৪টা** পর্যন্ত খোলা থাকবে। ব্যাঙ্কের সময়সূচির এই একীকরণ গ্রাহকদের জন্য অনেক সুবিধাজনক হবে। এখন থেকে গ্রাহকদের আর আলাদা আলাদা ব্যাঙ্কের সময় জানার প্রয়োজন হবে না।

পরিবর্তনের মূল উদ্দেশ্য

স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি জানিয়েছে, বিভিন্ন ব্যাঙ্কের আলাদা সময়সূচির কারণে গ্রাহকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা দূর করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। একই সময়সূচি চালু হওয়ায় গ্রাহকদের ব্যাঙ্কিং অভিজ্ঞতা অনেকটাই সুগম হবে।

গ্রাহকদের সুবিধা

এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর গ্রাহকদের আলাদা সময়সূচি নিয়ে আর মাথা ঘামাতে হবে না। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনও সময় ব্যাঙ্কে গেলেই সব ধরনের পরিষেবা পাওয়া যাবে। এর ফলে ব্যাঙ্কিং পরিষেবাও আগের তুলনায় আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।

স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির এই পদক্ষেপে গ্রাহকরা খুশি। নতুন সময়সূচির ফলে তাঁদের লেনদেন আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।

Related Articles

Back to top button