অরূপ মাহাত: পুরানো প্যান কার্ডের ডিজাইন বদলে একেবারে নতুন রূপে প্যান কার্ড আনতে চলেছে আয়কর দপ্তর। সুরক্ষার কথা মাথায় রেখে এরই সাথে যোগ হচ্ছে আরও কিছু নতুন ফিচার। এবং এটি একেবারে ট্যাম্পার প্রুফ হিসেবে তৈরী করা হবে বলে জানা যাচ্ছে।
একই সঙ্গে কার্ডে হিন্দি ও ইংরেজি দুটি ভাষাতেই ব্যক্তি সম্পর্কে তথ্য থাকবে। ঠিক কবে নাগাদ এই কার্ড হাতে সে বিষয়ে সঠিক ভাবে কোন কিছু না জানালেও, এই ধরনের কার্ড যে বাজারে আসতে চলেছে তার সত্যতা স্বীকার করেন আয়কর দপ্তরের শীর্ষস্থানীয় এক আধিকারিক।
নতুন এই কার্ডে থাকছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। যার সাহায্যে খুব সহজেই কার্ড ব্যবহারকারীদের সমস্ত তথ্য যাচাই করা যাবে। নতুন কার্ডের জন্য যারা আবেদন করেছেন তারাই এই সমস্ত সুবিধা পাবেন। তবে যাদের পুরানো কার্ড রয়েছে তারাও আবেদন করে কার্ড বদলে নিতে পারবেন বলে জানা যাচ্ছে।
নতুন এই কার্ডটি তৈরীর দায়িত্বে যৌথভাবে রয়েছেন এনএসডিএল ও ইউটিআইআইটি এসএল। আগামী জানুয়ারি মাসের মধ্যে কার্ডটি বাজারে ছাড়ার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’