দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

হোলিতে কেন্দ্রীয় কর্মীদের ওপর টাকার বৃষ্টি, মোদি সরকার প্রত্যেক কর্মীকে দিচ্ছে ১০,০০০ টাকা

সপ্তম বেতন কমিশনের কেন্দ্রীয় কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১০,০০০ টাকা অগ্রিম পাচ্ছেন।

Advertisement

হোলিতে সরকারের কাছ থেকে একটি বড় উপহার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।কেন্দ্রীয় সরকার স্পেশাল ফেস্টিভ্যাল এডভান্স স্কিম দেওয়ার কথা ঘোষণা করেছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এই অগ্রিম প্রকল্পের অধীনে কেন্দ্রীয় কর্মচারীরা ১০০০০ টাকা পেতে চলেছেন। অর্থাৎ কর্মচারীরা হোলির দিন ১০ হাজার টাকা অতিরিক্ত অগ্রিম নিতে পারেন। ৩১ মার্চ পর্যন্ত যেকোনো সময় এই টাকা ব্যয় করা যেতে পারে এবং এর জন্য কোন সুদ দিতে হবে না। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আগেও এই একই রকম প্রকল্পের ঘোষণা করেছিল সরকার।

এমনিতেই প্রতিবছর অর্থ মন্ত্রণালয় থেকে এই উপহার পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। প্রতিবছর আগে থেকেই অগ্রিম লোড করা হয়ে থাকে এবং এই টাকা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের শুধুমাত্র এই টাকা খরচ করতে হবে। এছাড়াও এটি পরিষদের শর্তাবলী অত্যন্ত সহজ। ১ হাজার টাকার কিস্তিতে ১০ কিস্তিতে টাকা ফেরত দেওয়া যেতে পারে। পাশাপাশি এর জন্য তাদেরকে অতিরিক্ত সুদ দিতে হবে না।

ফেস্টিভাল এডভান্স স্কিমের অধীনে প্রায় ৪০০০ থেকে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য। সূত্রের খবর, সরকার অগ্রিম প্রকল্পের ব্যাংক চার্জ বহন করে থাকে। তবে যদি কর্মচারীরা শুধুমাত্র ডিজিটাল ভাবে এই টাকা ব্যয় করেন তাহলে তাদেরকে কোন চার্জ দিতে হবে না। এর আগে সরকার কেন্দ্রীয় কর্মীদের এলটিসি ক্যাশ ভাউচার স্কিমের মত সুবিধা দিত। তবে এখন এই প্রকল্প কিছুটা পাল্টে গিয়েছে।

পাশাপাশি, কেন্দ্রীয় কর্মীরা মার্চের বেতনে বর্ধিত মহার্ঘ ভাতা সুবিধা পেতে চলেছেন। তাদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে যার ফলে ন্যূনতম বেতন ৭২০ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতিমাসে। একই সময় সর্বোচ্চ ২ লক্ষ ৫০ হাজার টাকার বেতন ১২ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে প্রতিমাসে।

Related Articles

Back to top button