7th Pay Commission: কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় খবর, অবশেষে ডিএ নিয়ে বড় ঘোষণা করল সরকার
আপনিও কি কেন্দ্রীয় কর্মচারী? তাহলে আপনার জন্য রয়েছে একটি বাম্পার খবর। এ বছর ডিএ-র অপেক্ষায় কেন্দ্রীয় কর্মীরা। একই সঙ্গে পেনশনভোগীরাও ডিআর-এর জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট অনুযায়ী, এবার ডিএ এবং ডিআর ৩ শতাংশ বাড়বে। এমনটা হলে ওই কর্মীদের আশা ধূলিসাৎ হয়ে যাবে। যারা ৪ শতাংশ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। সরকারের লেবার ব্যুরো প্রতি মাসে যে কনজিউমার প্রাইস ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স প্রকাশ করে, তার ভিত্তিতে ডিএ স্থির করা হয়। জুন ২০২৩-এর মূল্য সূচক সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, এবার সূচকের হার ৩ শতাংশের বেশি, যা ডিএ-তে ৪ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এআইআরএফের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্রের মতে, সরকার ডিএ বাড়ানোর কথা ভাবছে না। অর্থাৎ ডিএ ও ডিআর ৩ শতাংশ বাড়াতে পারে সরকার। কেন্দ্রীয় সরকার তার এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ ফর্মুলা তিন শতাংশ বাড়িয়ে ৪৫ শতাংশ করতে পারে।
২০২৩ সালের ১ জুলাই থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হবে। বর্তমানে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। ডিএ সর্বশেষ 24 মার্চ সংশোধিত হয়েছিল এবং ১ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়েছিল।